কলকাতা : চাকরিপ্রার্থীদের মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। প্রথমে এই অনুমতি মেলেনি রাজ্যের তরফে। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চাকরিপ্রার্থীদের ১০ টি সংগঠন। সব পক্ষের বক্তব্য শোনার পর বুধবার বিচারপতি রাজাশেখর মান্থা মিছিলের অনুমতি দিয়েছেন। আগামী ১৮ জানুয়ারি এই মিছিল হবে বলে জানানো হয়েছে। হাইকোর্টের নির্দেশ, শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে। সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মিছিল বা মিছিল করতে পারবেন চাকরিপ্রার্থীরা। শহরের তিন দিক থেকেই মিছিল যাবে যাবে ধর্মতলায়।
রাজ্য সরকারের তরফে আগেই আদালতে জানানো হয়েছিল, যেহেতু ১৬ জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর মেলা চলবে, তাই অনেক পুলিশ মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায়। এর ফলে মিছিলে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানানো হয়েছিল।
বুধবার রাজ্য সরকারের তরফে আদালতে জানানো হয়, প্রত্যেক মানুষেরই আন্দোলনের অধিকার আছে, তবে গঙ্গাসাগর মেলার জন্য অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। ১৭ জানুয়ারির পর মিছিল করলে ট্রাফিকের কোনও সমস্যা হবে না বলেও জানানো হয়।
বিচারপতি মান্থা বলেন, ‘আমিও চাই না ট্রাফিকের ক্ষেত্রে কোনও বাধা হোক। গঙ্গাসাগর মেলায় গোটা দেশ থেকে লোক আসে।’ ১৭ জানুয়ারির পর করলে অসুবিধা কোথায়? জানতে চান তিনি। মামলাকারীদের পক্ষের আইনজীবী কৌস্তব বাগচী জানান, ১৮ জানুয়ারি মিছিল করতে চান চাকরিপ্রার্থীরা। তাতে রাজ্য কোনও আপত্তি প্রকাশ করেনি। এরপরই মিছিলের অনুমতি দেন বিচারপতি।
নিয়োগ দুর্নীতি নিয়ে একের পর এক মামলায় কার্যত কোনঠাসা রাজ্য সরকার। সাম্প্রতিককালে শহরের রাস্তায় একের পর এক চাকরিপ্রার্থীদের মিছিলও দেখা গিয়েছে। রীতিমতো ধস্তাধস্তি থেকে কামড়ের ছবিও সামনে এসেছে। ইতিমধ্যেই আদালতের নির্দেশে বেশ কিছু ক্ষেত্রে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে।