কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আরও এক অভিযুক্তের জামিন। এবার জামিন পেল প্রদীপ সিং ওরফে ছোটু। নিয়োগ দুর্নীতির অন্যতম মিডলম্যান হিসেবে অভিযুক্ত এই প্রদীপ সিং। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ প্রদীপের জামিনের আবেদন মঞ্জুর করেছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অপর এক মিডলম্যান প্রসন্ন রায়ে সঙ্গী এই প্রদীপ সিং। প্রসন্নকে আগেই জামিন দিয়েছে আদালত। গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিল প্রসন্ন। আর এবার গ্রেফতারির ৫০৫ দিনের পর জামিন পেল প্রদীপ সিং। এই ব্যক্তি নিয়োগ কেলেঙ্কারির অন্যতম এজেন্ট বলে সন্দেহ কেন্দ্রীয় গোয়েন্দাদের।
উল্লেখ্য, ২০২২ সালের অগস্টে সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিল প্রসন্ন রায় ও প্রদীপ সিং। দীর্ঘদিন জেলে থাকার পর অবশেষে জামিন পাচ্ছে প্রদীপ। কী কারণে জামিন পেল নিয়োগ দুর্নীতি মামলায় এই অভিযুক্ত? জামিনের আর্জি জানানো প্রদীপ সিংয়ের আইনজীবী অনির্বাণ গুহ ঠাকুরতার বক্তব্য, এই নিয়োগ দুর্নীতি অনেক বড়। এখানে সরকারি কর্মী থেকে শিক্ষা বিভাগের শীর্ষ পদাধিকারীরা যুক্ত। এই ব্যক্তি প্রসন্ন রায়ের হয়ে টাকা তুলেছে এজেন্ট হিসেবে। প্রসন্ন যেখানে ইতিমধ্যে জামিন পেয়েছেন, সেখানে প্রদীপ সরকারি লোক নয়, শিক্ষা বিভাগের কর্মীও নয়। আইনজীবীর বক্তব্য, সেই কারণেই জামিন বলে পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি।
নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআই ও ইডির তদন্তে। গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের একাধিক শিক্ষাকর্তা।