Calcutta High Court: যুগান্তকারী পদক্ষেপ হাইকোর্টের, এবার আপনিও ঘরে বসে দেখবেন প্রধান বিচারপতির এজলাসের শুনানি

High Court Live Streaming: এবার কলকাতা হাইকোর্টেও প্রধান বিচারপতির এজলাসেও শুনানি সরাসরি সম্প্রচার করা হবে, হাইকোর্টের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে।

Calcutta High Court: যুগান্তকারী পদক্ষেপ হাইকোর্টের, এবার আপনিও ঘরে বসে দেখবেন প্রধান বিচারপতির এজলাসের শুনানি
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 04, 2023 | 12:36 PM

কলকাতা: সোমবার থেকে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) এক নতুন অধ্যায়ের সূচনা হল। এবার থেকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির (Calcutta High Court Chief Justice) এজলাসের শুনানি লাইভ স্ট্রিমিং (Live Streaming) করা হবে। সোমবার থেকে হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসের যাবতীয় কার্যবিবরণী আদালতের অফিশিয়াল ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিমিং করা শুরু হয়েছে। যদিও কলকাতা হাইকোর্টে এই ধরনের লাইভ স্ট্রিমিং একেবারে নতুন নয়। এর আগে এক মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ মামলাকারীর আবেদনের প্রেক্ষিতে শুনানির লাইভ স্ট্রিমিং করার অনুমতি দিয়েছিলেন। তাছাড়া করোনাকালের পর দেশের সুপ্রিম কোর্টেও মামলার শুনানিতে এই ধরনের লাইভ স্ট্রিমিং-এর চল রয়েছে। এবার কলকাতা হাইকোর্টেও প্রধান বিচারপতির এজলাসেও শুনানি সরাসরি সম্প্রচার করা হবে, হাইকোর্টের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে।

উল্লেখ্য, অতীতে স্বপ্নিল ত্রিপাঠি বনাম সুপ্রিম কোর্টের এক রিট পিটিশনের ভিত্তিতে ২০১৭ সালে শীর্ষ আদালত একটি গাইডলাইন তৈরি করে দিয়েছিল। সেই গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই কলকাতা হাইকোর্টের তরফে এই পদক্ষেপ করা হয়েছে। সেখানে সুপ্রিম কোর্ট বলেছিল, ‘বিচার বিভাগের ক্ষেত্রে প্রযুক্তির সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে চলার প্রয়োজন রয়েছে। প্রযুক্তিগত সুবিধাকে গ্রহণ করা হলে, আমরা বিচার ব্যবস্থার প্রক্রিয়ার প্রতি আস্থাকে আরও বৃহত্তর মাত্রায় পৌঁছে দেওয়া যাবে। সুতরাং, যদি সেরকম সুবিধাজনক ব্যবস্থা থাকে, তাহলে প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে হাইকোর্ট এবং জেলা আদালতগুলি উভয়ক্ষেত্রেই লাইভ স্ট্রিমিং-এর বিষয়টি বিবেচনা করে দেখতে পারে। হাইকোর্টে উপযুক্ত নিয়ম-বিধি চালু করে এই পদ্ধতি নির্ধারণ করতে পারে।’

সেই মতো এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসের কার্যপ্রণালী সরাসরি আদালতের অফিশিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সম্প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও এর আগে ২০২০ সালে এক পার্সি মহিলার এক মামলার শুনানি লাইভ স্ট্রিমিং-এর অনুমতি দিয়েছিল হাইকোর্ট।