Suvendu Adhikari: সমবায়-মামলায় শুভেন্দুর আর্জি খারিজ ডিভিশন বেঞ্চে

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

Oct 19, 2023 | 2:14 PM

Suvendu Adhikari: এদিকে এই সমবায়েরই বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, প্যানেলের বাইরে বেশ কিছু প্রার্থী ছিল, তাঁদের অবৈধভাবে চাকরি দেওয়া হয়। চেয়ারম্যান হিসাবে তিনি সেটা জানতেন না। যদিও প্রশ্ন ওঠে শুভেন্দু কীভাবে মামলা করলেন?

Suvendu Adhikari: সমবায়-মামলায় শুভেন্দুর আর্জি খারিজ ডিভিশন বেঞ্চে
শুভেন্দু অধিকারী
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: সমবায় দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারীর আর্জি খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। শুভেন্দু অধিকারীর মামলা করার এক্তিয়ার নেই, জানাল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ। হলদিয়ার বিদ্যাসাগর কোঅপারেটিভ ব্যাঙ্কের প্যানেল নিয়ে প্রশ্ন তুলে মামলা করেন শুভেন্দু।

এদিকে এই সমবায়েরই বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, প্যানেলের বাইরে বেশ কিছু প্রার্থী ছিল, তাঁদের অবৈধভাবে চাকরি দেওয়া হয়। চেয়ারম্যান হিসাবে তিনি সেটা জানতেন না। যদিও প্রশ্ন ওঠে শুভেন্দু কীভাবে মামলা করলেন?

আদালতের পর্যবেক্ষণ, যেখানে তিনি নিজে নিয়োগে অংশগ্রহণকারী ছিলেন না। সেই প্রেক্ষিতে শুভেন্দুর মামলা করার এক্তিয়ার নেই। এরপরই ডিভিশন বেঞ্চ মামলা খারিজ করে দেয়।

Next Article