কলকাতা: বিচারপতি সিনহার স্বামীকে সিআইডি-র তলবের প্রসঙ্গ এবার উঠল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও। সম্প্রতি অন্য একটি মামলায় বিচারপতি সিনহার স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দে’কে তলব করেছিল সিআইডি। সেখানে সিআইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন আইনজীবী। চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালের কাছেও। এসবের মধ্যেই এবার বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের এজির উদ্দেশে প্রশ্ন করলেন, বিচারপতি সিনহার স্বামীকে কেন প্রায়ই ডেকে পাঠাচ্ছে সিআইডি? এটি কি এতই গুরুত্বপূর্ণ মামলা?
প্রসঙ্গত, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানির সময়ই এই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগেও যে বিভিন্ন সময়ে আদালতের নির্দেশ না মানার কারণে রাজ্যকে কিংবা সিআইডিকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল, সেকথাও মনে করিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘সুপ্রিম কোর্ট সিআইডি বা রাজ্যকে অনেক নির্দেশ দেন। সব নির্দেশ কি রাজ্য বা সিআইডি মেনে চলে?’
এদিন আলিপুরদুয়ারের সমবায় সংক্রান্ত মামলার শুনানি চলাকালীনই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি অ্যাডভোকেট জেনারেল উদ্দেশে বলেন, “রাজ্যকে আপনি বিভিন্ন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পারেন। চেষ্টা করে দেখুন।” আলিপুরদুয়ারের ওই সমবায়ের দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআই-এর উপর দিয়েছে হাইকোর্ট। সেই প্রসঙ্গ টেনেও এদিন বিচারপতি বলেন, ‘এই মামলায় সিআইডি কিছুই করতে পারেনি বলে সিবিআইকে দেওয়া হয়েছিল।’ একইসঙ্গে আলিপুরদুয়ারের ওই মামলায় এদিন বিচারপতি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সিবিআইকে গাড়ি ও আটজন পুলিশ অফিসার দেবে রাজ্য। তবে উত্তরবঙ্গে অফিস দেওয়ার জন্য ২ মাস সময় চায় রাজ্য এবং আদালত সেই সময় দিয়েছে রাজ্যকে।
কলকাতা: বিচারপতি সিনহার স্বামীকে সিআইডি-র তলবের প্রসঙ্গ এবার উঠল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও। সম্প্রতি অন্য একটি মামলায় বিচারপতি সিনহার স্বামী আইনজীবী প্রতাপ চন্দ্র দে’কে তলব করেছিল সিআইডি। সেখানে সিআইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন আইনজীবী। চিঠি পাঠিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যপালের কাছেও। এসবের মধ্যেই এবার বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের এজির উদ্দেশে প্রশ্ন করলেন, বিচারপতি সিনহার স্বামীকে কেন প্রায়ই ডেকে পাঠাচ্ছে সিআইডি? এটি কি এতই গুরুত্বপূর্ণ মামলা?
প্রসঙ্গত, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আলিপুরদুয়ারের মহিলা ঋণদান সমবায় সমিতিতে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানির সময়ই এই মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এর আগেও যে বিভিন্ন সময়ে আদালতের নির্দেশ না মানার কারণে রাজ্যকে কিংবা সিআইডিকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছিল, সেকথাও মনে করিয়ে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর প্রশ্ন, ‘সুপ্রিম কোর্ট সিআইডি বা রাজ্যকে অনেক নির্দেশ দেন। সব নির্দেশ কি রাজ্য বা সিআইডি মেনে চলে?’
এদিন আলিপুরদুয়ারের সমবায় সংক্রান্ত মামলার শুনানি চলাকালীনই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে ডেকে পাঠিয়েছিলেন। তিনি অ্যাডভোকেট জেনারেল উদ্দেশে বলেন, “রাজ্যকে আপনি বিভিন্ন বিব্রতকর অবস্থা থেকে বাঁচাতে পারেন। চেষ্টা করে দেখুন।” আলিপুরদুয়ারের ওই সমবায়ের দুর্নীতির অভিযোগের তদন্তভার সিবিআই-এর উপর দিয়েছে হাইকোর্ট। সেই প্রসঙ্গ টেনেও এদিন বিচারপতি বলেন, ‘এই মামলায় সিআইডি কিছুই করতে পারেনি বলে সিবিআইকে দেওয়া হয়েছিল।’ একইসঙ্গে আলিপুরদুয়ারের ওই মামলায় এদিন বিচারপতি জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সিবিআইকে গাড়ি ও আটজন পুলিশ অফিসার দেবে রাজ্য। তবে উত্তরবঙ্গে অফিস দেওয়ার জন্য ২ মাস সময় চায় রাজ্য এবং আদালত সেই সময় দিয়েছে রাজ্যকে।