SSC Recruitment Scam: ‘এবার ধেড়ে ইঁদুরের নাম আসবে’, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 01, 2022 | 2:29 PM

SSC Recruitment Scam: মোট ১৮৩ জনের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল বলে কলকাতা হাইকোর্টে দাবি করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই নাম প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

SSC Recruitment Scam: এবার ধেড়ে ইঁদুরের নাম আসবে, বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Follow Us

কলকাতা : ‘কমিশনের অফিসেই একের পর এক দুর্নীতি হয়েছে’, স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তাঁর দাবি, এবার এই মামলায় আরও বড় কোনও নাম সামনে আসবে। এই মামলায় অন্যতম অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য দুর্নীতির বিষয়ে কিছু বলছেন কি না, তাও এদিন জানতে চান বিচারপতি। বুধবার ১৮৩ জনের নাম আদালতে জানিয়েছে কমিশন, যাঁদের বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল। বৃহস্পতিবার নবম-দশমের নিয়োগ সংক্রান্ত এই মামলায় বিচারপতি নির্দেশ দিয়েছেন, ওই ১৮৩ জনের নাম প্রকাশ করতে হবে এসএসসি-র ওয়েবসাইটে।

কে কোন স্কুলে চাকরি করছেন?, জানাতে হবে আদালতে

এদের মধ্যে কতজন বর্তমানে স্কুলে কাজ করছেন, কে কোন স্কুলে কাজ করছেন, তা ডিআই বা স্কুল পরিদর্শককে তিন দিনের মধ্যে জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। কারা চাকরি পেয়েছিল, সেই তথ্য কমিশনকেও জানাতে বলেছিল আদালত। আগামী ১৪ ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশন সেই রিপোর্ট দেবে। এছাড়া আদালতের নির্দেশে ৩ ডিসেম্বর এই বিষয়ে সিবিআই ও মামলাকারীরা বসে বৈঠক করবেন।

‘সুবীরেশের বিরুদ্ধে আরও কড়া নির্দেশ দেব’

এদিন বিচারপতি বলেন, ‘শুনেছি সুবীরেশ ভট্টাচার্য মুখ খুলতে চাইছেন না। কিছু না বললে ওঁর বিরুদ্ধে আরও কড়া নির্দেশ দেব। কমিশনের অফিসেই একাধিক বেআইনি কাজ হয়েছে।’ এদিন দুপুর ৩ টের সময় সিবিআই আদালতে আসবে। সুবীরেশ কী বলেছেন, তা জানাবেন বিচারপতিকে। এই প্রসঙ্গেই এদিন বিচারপতি বলেন, ‘এবার এই তদন্তে অন্য ইঁদুরের নাম আসবে। ধেড়ে ইঁদুর।’

উল্লেখ্য, এর আগে এজলাসে বসেই বিচারপতি গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন, ‘নিয়োগ দুর্নীতিতে আসল অপরাধী কে সবাই জানে, আমার জীবদ্দশায় তারা ধরা পড়বে বলে তো মনে হয় না। আমি তো নিজে ধরতে যেতে পারব না।’

বেআইনি নিয়োগ খুঁজে বের করে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। বুধবার কমিশন জানিয়েছে, ১৮৩ জনের নাম তারা খুঁজে পেয়েছে, যাঁদের বেআইনিভাবে সুপারিশ করা হয়েছে। সব জেনেও কেন এসএসসি তাঁদের বরখাস্ত করল না, সেই প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। এরপরই নাম প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে, সিবিআই-এর তরফে আদালতে দাবি করা হয়েছে, ৯৫২ জনের ওএমআর শিটে জালিয়াতির হদিশ পেয়েছে তারা। তবে বৃহস্পতিবার এ ব্যাপারে বিচারপতি কোনও মন্তব্য করেননি।

Next Article