Calcutta High Court: ‘কলকাতার মানুষ জলাভূমি ফেরত চান, একচালার একটা দোকান ভেঙে বলছেন বেআইনি নির্মাণ ভেঙেছেন?’, রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ বিচারপতি সিনহা
Calcutta High Court: মুকুন্দপুরে একটি জলাভূমির মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। এজলাসে শুনানির সময় বিচারপতির পর্যবেক্ষণ, যাঁরা এই ধরনের মামলা করছেন, জলাভূমি বাঁচানোর জন্য রাজ্যের উচিত সেই সব মামলাকারীর পাশে দাঁড়ানো।

কলকাতা: কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার প্রশ্নের মুখে রাজ্য। ‘কলকাতার জলা জমি আগের অবস্থায় ফেরত কবে পাওয়া যাবে?’ ‘কলকাতার মানুষ আবার কবে জল দেখবেন টাইমলাইন দিন’ রাজ্যকে প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার।
মুকুন্দপুরে একটি জলাভূমির মামলা চলছিল কলকাতা হাইকোর্টে। এজলাসে শুনানির সময় বিচারপতির পর্যবেক্ষণ, যাঁরা এই ধরনের মামলা করছেন, জলাভূমি বাঁচানোর জন্য রাজ্যের উচিত সেই সব মামলাকারীর পাশে দাঁড়ানো। বিচারপতি রাজ্যকে প্রশ্ন করে বলেন, “ওই জায়গায় ৫৫০ বেআইনি নির্মাণের অভিযোগ। সেখানে মাত্র দু’টো বেআইনি নির্মাণ খুঁজে পেলেন?” তিনি আরও জানতে চান, “ক’টা অর্ডার দেওয়া হয়েছে? আর ক’টা ভাঙা হয়েছে সেটা বলুন।”
এরপর রাজ্যের আইনজীবী বলেন, “কিছু দোকান পাওয়া গিয়েছে।” পরক্ষণেই বিচারপতি বলেন, “একটা এক চালার দোকান ভেঙে বলছেন বেআইনি নির্মাণ ভেঙেছেন?” বিচারপতির মন্তব্য, “আদালত আর কলকাতার মানুষ জলাভূমি ফেরত চান। বার বার এটা হতে পারে না। আদালত আপনাদের সময় দেবে আর আপনারা কাজের অগ্রগতি দেখাতে পারবেন না এটা হবে না। তাহলে আদালত শক্ত হতে বাধ্য।”
প্রসঙ্গত, ‘ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথারিটি’-র চিফ টেকনিক্যাল অফিসার অগস্টে এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছিলেন। সেটা দেখেই অত্যন্ত অসন্তুষ্ট হয় আদালত। বেআইনি নির্মাণ ইতিমধ্যেই চিহ্নিত, তারপরেও কোনও উদ্যোগ দেখা যায়নি । অথরিটি পদক্ষেপ করবে যাতে ওই জমিটি তার আগের অবস্থায় ফেরত যায়। নির্দেশ দিয়েছে কোর্ট।

