Calcutta High Court: সিমলাপালে শুভেন্দুর সভার অনুমতি দিলেন বিচারপতি মান্থা, ফের ধাক্কা খেল রাজ্য

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 12, 2023 | 1:14 PM

Calcutta High Court: একই সঙ্গে বিচারপতি বলেন, "আগামী দিনে আবেদনকারীদের অনুষ্ঠানের অন্তত ১৫ দিন আগে আবেদন করতে হবে। তার চার দিনের মধ্যে পুলিশ সেই আবেদন নিয়ে তাদের মতামত জানাবে।"

Calcutta High Court: সিমলাপালে শুভেন্দুর সভার অনুমতি দিলেন বিচারপতি মান্থা, ফের ধাক্কা খেল রাজ্য
শুভেন্দু অধিকারী

Follow Us

কলকাতা: বাঁকুড়ার শিমলাপালে বিজেপি’র মিছিল ও সভা করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সভায় থাকার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর। তাই সিআরপিএফ-এর ব্যবস্থা করতে হবে, স্পষ্ট করে দেন বিচারপতি। প্রসঙ্গত, ১৭ মে বাঁকুড়ার সিমলাপালে সভা করার কথা রয়েছে শুভেন্দুর। কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি। এদিনের শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, ১৭ মে সেখানে কিছু উৎসব অনুষ্ঠান রয়েছে। তাই ওই দিন সভা বা মিছিল করতে দেওয়া যাবে না। যদিও কী অনুষ্ঠান তা স্পষ্ট করেনি রাজ্য। যদিও রাজ্যের এই দাবি ধোপে টেকেনি আদালতে। বিচারপতি জানিয়ে দেন, সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন, সেক্ষেত্রে সিআরপিএফ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সভা ও মিছিল হবে।

প্রসঙ্গত ১৭ মে বাঁকুড়ার সিমলাপাল রাজবাড়ি মাঠে সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সভার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতিও সেরে ফেলেছিল বিজেপি। কিন্তু পুলিশ বাঁকুড়ায় বিজেপির সভার অনুমতি দেননি। স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়, শুভেন্দু অধিকারী সভা করবেন বলেই তাতে অনুমতি দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। তাঁদের বক্তব্য, সমস্ত নিয়ম মেনে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করা হলেও অনুমতি দিতে টালবাহানা করছে। হাইকোর্ট অবশ্য সভার অনুমতি দিয়েছে।

উল্লেখ্য, এই ধরনের মামলার প্রেক্ষিতে এদিন একই সঙ্গে বিচারপতি বলেন, “আগামী দিনে আবেদনকারীদের অনুষ্ঠানের অন্তত ১৫ দিন আগে আবেদন করতে হবে। তার চার দিনের মধ্যে পুলিশ সেই আবেদন নিয়ে তাদের মতামত জানাবে।”

Next Article