কলকাতা: আপনি ধরুন অফিসে। খুব জরুরি মিটিং চলছে। অথবা রাস্তা পারাপার করছেন। কিংবা দুপুরের ভাত ঘুম দিচ্ছেন। সেই সময় বারেবারে ফোন। আর সেই ফোন তুললেই একটা কথা ‘লোন লাগবে? ক্রেডিট কার্ড লাগবে?’ কতটা বিরক্তি লাগে বলুন। একবার কল কেটে দিলে অন্য নম্বর থেকে আবার ফোন আসে? জানেন কি শুধু আপনি নন, খোদ বিচারপতিও বিরক্ত এই ফোন আসা নিয়ে। মঙ্গলবার ভরা এজলাসেই জানালেন সে কথা।
কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা আজ এজলাসে বসেই করলেন এহেন অভিযোগ। একটি মামলার শুনানির মধ্যে রাজ্যের কৌঁশলিকে বিচারপতি মান্থা বলেন, “প্রতিদিন সকাল থেকে সাত-আটবার করে দু’টো ব্যাঙ্কের নামে ফোন করা হচ্ছে। এটা রীতিমতো হেনস্থার পর্যায় পৌঁছেছে। দয়া করে একটা কিছু করুন।” যে সময় বিচারপতি এজলাসে এই মন্তব্য করছেন, তখন কোর্টরুমে ভর্তি আইনজীবী। অনেকেই সায় দিয়ে বললেন, তাঁরাও বিরক্ত। একই ধরনের ঘটনা তাঁদের সঙ্গেও ঘটছে।
বিচারপতি মান্থা আরও বলেন, “এইভাবে ব্যাঙ্কের লোন ও ক্রেডিট কার্ড বলে রোজ ফোন করছে। হেনস্থা হচ্ছি। এমনকী নম্বর ব্লক করলে অন্য কোনও নম্বর থেকে সেই একই ভাবে কল আসছে। আবার কোনও কোনও নম্বর আইডেন্টিফাই পর্যন্ত করা যাচ্ছে না। এইভাবে গত সপ্তাহ দুয়েক ধরে ফোনের জ্বালায় চরম নাজেহাল হচ্ছি।” সাধারণত বিচারপতিদের কাছে সকলে নালিশ করতে আসেন। বিচারপতির নালিশে পুলিশ নড়েচড়ে বসে কি না সেটাই দেখার।