কলকাতা: রিষড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। এলাকায় আধা সামরিক বাহিনী মোতায়েন করা যায় কি না, প্রশ্ন করা হল রাজ্যকে। সোমবার রাতে রিষড়ায় যে অশান্তির ঘটনা ঘটে, তারপর হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই মামলাতেই উদ্বেগ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। পাশাপাশি ওই এলাকার এক বিচারকের চিঠির কথাও উল্লেখ করেন তিনি। গত তিনদিন ধরেই এই সংক্রান্ত মামলা চলছে হাইকোর্টে। মঙ্গলবার এই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। অতিরিক্ত হলফনামা জমা দিয়ে রিষড়ার অশান্তির কারণ বিবরণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
বুধবারের শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর (prevention is better than cure)। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, তাতে স্পষ্ট যে ওই এলাকার অবস্থা স্বাভাবিক নয়।’
এই প্রসঙ্গেই এদিন এক বিচারকের কথা উল্লেখ করেছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানম। তিনি জানিয়েছেন, রিষড়ার ঘটনায় ওই এলাকার এক বিচারক চিঠি দিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে। নিজের পরিবারকে নিয়ে আতঙ্কে কাটানোর কথা উল্লেখ করেছেন তিনি। বিচারক জানিয়েছেন, পুলিশের সাহায্য চেয়েও পাননি তিনি। ওই বিচারকের বাড়ি রিষড়ায়, ঘটনার সময়ে তিনি ডায়মন্ড হারবারে কাজের সূত্রে গিয়েছিলেন বলে জানিয়েছেন।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ হলে যেমন ব্যবস্থা নিতেন, এ ক্ষেত্রেও সেই ব্যবস্থা নিতে পারেন। কিছু সময়ের জন্য রাজ্য পুলিশের বদলে ব্যবহার করা যেতে পারে আধা সামরিক বাহিনী।’ রাজ্যে যাতে আইনশৃঙ্খলা নষ্ট না হয় সেটা দেখার কথা বলেছেন তিনি। এলাকায় রুট মার্চ করা দরকার বলেও উল্লেখ করেন। বুধবার দুপুরে ফের এই মামলার শুনানি রয়েছে। সেখানে রাজ্য জানাতে পারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না।