Calcutta High Court: ‘আপনারা বিষ্ণুর অবতার…’, হাইকোর্টের নির্দেশ কার্যকরে ঢিলেমি দেখে PWD অফিসারদের ধমক বিচারপতি মান্থার

Shrabanti Saha

Shrabanti Saha | Edited By: Soumya Saha

Updated on: Mar 17, 2023 | 6:35 PM

Calcutta High Court: কেন আদালতের নির্দেশ কার্যকর করতে দেরি হচ্ছে, দেরি হওয়ার পিছনে কার হাত রয়েছে, সেই সব বিষয় অনুসন্ধান করার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা।

Calcutta High Court: 'আপনারা বিষ্ণুর অবতার...', হাইকোর্টের নির্দেশ কার্যকরে ঢিলেমি দেখে PWD অফিসারদের ধমক বিচারপতি মান্থার
কলকাতা হাইকোর্ট

কলকাতা: পূর্ত দফতরের (PWD) আধিকারিকদের উপর বেজায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Rajasekhar Mantha)। ডায়মন্ড হারবারের কুলপি লাগোয়া করণজলি বাজার এলাকায় বেআইনি দখল উচ্ছেদ নিয়ে হাইকোর্টের যে নির্দেশ ছিল, তা এখনও কার্যকর হয়নি। এই নিয়েই এদিন বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি মান্থা। বেআইনি উচ্ছেদের কাজে পূর্ত দফতর অপ্রয়োজনীয় দেরি হচ্ছে বলেও মনে করছেন তিনি। উল্লেখ্য, বেহালা থেকে বককালি পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার রাস্তার দুই ধারে যাবতীয় বেআইনি দখল উচ্ছেদ সংক্রান্ত মামলার এদিন শুনানি ছিল হাইকোর্টে। সেই মামলাতেই এদিন এই মন্তব্য করেছেন বিচারপতি মান্থা। পাশাপাশি কেন আদালতের নির্দেশ কার্যকর করতে দেরি হচ্ছে, দেরি হওয়ার পিছনে কার হাত রয়েছে, সেই সব বিষয় অনুসন্ধান করার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা।

বিচারপতি জানিয়েছেন, জেলাশাসক গোটা ঘটনার তদন্ত করবেন এবং এই সংক্রান্ত রিপোর্ট জমা দেবেন আদালতে। পাশাপাশি বর্তমান এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকেও নির্দেশ দিয়েছেন, ২৯ মার্চের মধ্যে হাইকোর্টের নির্দেশ কার্যকর করে ৩১ মার্চ আদালতে এসে তা জানাতে হবে। এদিন মামলার শুনানির সময় পূর্ত দফতরের আধিকারিকদের ভূমিকা নিয়ে বেশ বিরক্তি প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি বলেন, ‘পাবলিক ল্যান্ড দখল করে বসে রয়েছে দখলদাররা। পূর্ত দফতরের জন্য দখলদাররা সুবিধা পেয়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে আপনারা দখলদারদের সুবিধা পাইয়ে দিচ্ছেন। আপনারা বুঝিয়ে দিয়েছেন, আপনারাই বিষ্ণুর অবতার। তাই দুষ্কৃতীরা আপনাদের পিছন পিছন ঘোরে।’

সেই সঙ্গে বিচারপতি আরও বলেন, ‘এত অপরাধ, দুর্নীতি দেখতে দেখতে মানুষ হতাশ ও বিদ্ধস্ত হয়ে পড়ছে। আপনাদের হাতে সরকারি জমি রক্ষার দায়িত্ব। অথচ বুদ্ধিমত্তার সঙ্গে আপনারা দখলদারদের সুযোগ দিতে অঙ্ক কষে নির্দেশ কার্যকর করতে দেরি করছেন। এটাও দুর্নীতিকে মদত দেওয়া।’ উল্লেখ্য, এর আগেও হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি হয়েছে। সেই সময়েও বেশ কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি। এবার বেআইনি উচ্ছেদ সংক্রান্ত মামলায় বিচারপতি মান্থার কাছে ধমক খেল পূর্ত দফতর।

Latest News Updates

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla