কেন সরানো হল সৌমেন্দুকে, জানতে চায় আদালত

Jan 05, 2021 | 4:43 PM

সৌমেন্দুর আইনজীবী বলেন, রাজনৈতিক কারণে তাঁর মক্কেলকে পদ থেকে অপসারণ করা হয়েছে।

কেন সরানো হল সৌমেন্দুকে, জানতে চায় আদালত
অলঙ্করণ: অভীক দেবনাথ

Follow Us

কলকাতা: সৌমেন্দু অধিকারীকে (Soumendu Adhikari) কেন কাঁথি (Contai) পুরসভার প্রশাসক পদ থেকে সরানো হল জানতে চায় কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার এ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন সৌমেন্দুর আইনজীবী বলেন, রাজনৈতিক কারণে তাঁর মক্কেলকে পদ থেকে অপসারণ করা হয়েছে। এরপরই বিচারপতি অরিন্দম সিনহার সিঙ্গল বেঞ্চ জানতে চায় নোটিফিকেশনে রাজ্য কী কারণ দেখিয়েছে।

সম্প্রতি কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে সরিয়ে দেয় রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। সেই জায়গায় বসানো হয় পূর্ব মেদিনীপুর জেলার অপর তৃণমূল নেতা সিদ্ধার্থ মাইতিকে। প্রথম থেকেই এই অপসারণ নিয়ে ক্ষোভ ছিল অধিকারী পরিবারের। এরইমধ্যে মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান সৌমেন্দু। তাঁর হয়ে মামলাটি লড়ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

আরও পড়ুন: আপডেট: সৌরভের বড় কিছু হয়নি, বাড়ি ফিরছেন বুধবার, আশ্বাস দেবী শেঠির

এদিন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, সরকার খেয়াল খুশি মতো কোনও প্রশাসনিক সিদ্ধান্ত নিতে পারে না। যখন ভোট হয় না, তখন পুর পরিষেবা স্বাভাবিক রাখতে নিয়ম মেনে প্রশাসক বসানো হয়। নির্দিষ্ট বোর্ড সৌমেন্দুকে নিয়োগ করেছিল। অথচ হঠাৎই তাঁকে এভাবে সরিয়ে দেওয়া হল। কেন সরানো হল সে যুক্তি স্পষ্ট করে জানায়নি রাজ্য।

যদিও রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত বলেন, বিদায়ী কাউন্সিলরের কোনও ক্ষমতা নেই রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তোলার। রাজ্য যখন খুশি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। এর পরই বিচারপতি জানতে চান, এই অপসারণ নিয়ে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে সেখানে কি কোনও নির্দিষ্ট কারণ দেখানো হয়েছে। এজি অবশ্য জানান, এর কোনও প্রয়োজন নেই। বুধবার ফের এই মামলার শুনানি। সেখানে এজি জানাবেন, রাজ্য কেন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।

Next Article