High Court on Sandeshkhali: সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল করল হাইকোর্ট, আদালতে তথ্যই দিতে পারল না রাজ্য

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 13, 2024 | 4:29 PM

High Court on Sandeshkhali: গত কয়েকদিন ধরে নতুন করে উত্তপ্ত হয়েছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি এলাকা। তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ লোকজনদের বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নেমেছেন মহিলারা। জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটে, লাঠি হাতে পথে নামেন মহিলারা। এরপরই ১৪৪ ধারা জারি করা হয় সন্দেশখালিতে।

High Court on Sandeshkhali: সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল করল হাইকোর্ট, আদালতে তথ্যই দিতে পারল না রাজ্য
হাইকোর্টে সন্দেশখালি মামলা
Image Credit source: GFX- TV9 Bangla

Follow Us

কলকাতা: কেন গোটা সন্দেশখালি জুড়ে ১৪৪ ধারা জারি করা হল, তা নিয়ে যথার্থ তথ্য দিতে পারল না রাজ্য। এরপরই সন্দেশখালিতে জারি হওয়া ১৪৪ ধারা বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পরিস্থিতি ভালভাবে ‘টেক কেয়ার’ করতে হবে বলে পুলিশকে নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে নির্দিষ্ট এলাকায় কিছু করতে চাইলে আবেদন করতে পারবে রাজ্য। এলাকায় আরও বেশি সশস্ত্র বাহিনী মোতায়েন করতে বলেও নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি উল্লেখ করেছেন, ঠিক কোন এলাকায় গণ্ডগোল হচ্ছে, কতটা অঞ্চল জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে, সেটা উল্লেখ করা হয়নি ১৪৪ ধারা জারির বিজ্ঞপ্তিতে। বিচারপতি সেনগুপ্ত-র মন্তব্য, ১৪৪ ধারা জারি করার আগে আরও ভালভাবে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত ছিল। যত্ন নিয়ে খতিয়ে দেখা উচিত ছিল পরিস্থিতি। বিচারপতি উল্লেখ করেছেন, ১৪৪ ধারা জারি করতে হলে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি দিয়ে নজরদারি চালানোর কথাও বলেছেন বিচারপতি।

সন্দেশখালিতে যে সব অভিযোগ সামনে এসেছে, সেটা হালকাভাবে নেওয়ার বিষয় নয় বলে মন্তব্য করেছেন বিচারপতি। তিনি বলেন, এটি অনেক গুরুতর অভিযোগ। পুলিশ তিন বছর ধরে মামলা গ্রহণ করেনি, মহিলারা নিরাপত্তার অভাব বোধ করছেন বলেও উল্লেখ করেন বিচারপতি। বিচারপতির বক্তব্য, ২-৩ জায়গায় ১৪৪ ধারা জারি হলেও বোঝা যেত, গোটা সন্দেশখালিতে জারি করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করছে না আদালত।

মামলাকারীদের আইনজীবী শামিম আহমেদ বলেন, ‘সন্দেশখালির ঘটনা ব্যতিক্রমী। প্রায় ৩-৪ বছর ধরে অত্যাচারের ঘটনা ঘটেছে। কৃষকদের জমি কেড়ে নেওয়া হয়েছে, দিনমজুরের কাজ করিয়ে টাকা দেওয়া হয়নি। গ্রামবাসীরা বলছেন তাঁরা পুলিশের কাছে যেতে পারেন না, বিডিও অফিসে যেতে পারেন না। রাতে মহিলাদের ডেকে নিয়ে গিয়ে অত্যাচার করা হয়েছে।’ অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করলেই পরিস্থিতি শান্ত হবে বলে দাবি করেন তিনি।

আইনজীবীর দাবি, কোন ক্ষেত্রে ১৪৪ ধারা জারি করা যায়, সে ব্যাপারে সুপ্রিম কোর্টে স্পষ্ট পর্যবেক্ষণ আছে। এ ক্ষেত্রে তা মানা হয়নি বলেই দাবি করা করেছেন আইনজীবী।

উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করার মামলা এদিন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। যেহেতু ১৪৪ ধারার বাতিল করার নির্দেশ দিয়েছে আদালত, তাই এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর আবেদনের গ্রহণযোগ্যতা নেই।

Next Article