Calcutta High Court: নিয়োগ সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরের আর্জি চাকরিহারাদের

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 21, 2023 | 3:16 PM

Calcutta High Court: সম্প্রতি নিয়োগ সংক্রান্ত একটি মামলায় শিক্ষকদের চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্ট চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল।

Calcutta High Court: নিয়োগ সংক্রান্ত সব মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরের আর্জি চাকরিহারাদের
কলকাতা হাইকোর্ট

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতির সব মামলা সুপ্রিম কোর্টে স্থানান্তরের আবেদন জানালেন চাকরিহারারা। দুর্নীতি সংক্রান্ত মামলায় অনেকেরই চাকরি গিয়েছে আদালতের নির্দেশে। অনেক ক্ষেত্রে সেই চাকরিহারারা ফের আদালতের দ্বারস্থও হয়েছেন। সেই সব মামলাই কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে সরানোর জন্য আবেদন জানিয়ে মামলা হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, নবম-দশম, একাদশ-দ্বাদশ সহ নিয়োগ সংক্রান্ত বিচারাধীন সব মামলাই স্থানান্তরের আবেদন করা হয়েছে।

সম্প্রতি একটি চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তিন দফায় মোট ২৬৯ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল মামলা। গত ২৩ ডিসেম্বর ও ৪ জানুয়ারি সুপ্রিম কোর্টে যাঁরা মামলা করেছিলেন, মূলত তাঁদের আবেদনের ওপর ভিত্তি করেই সম্প্রতি সুপ্রিম কোর্ট এই চাকরি বাতিলের নির্দেশে স্থগিতাদেশ দেয়।

মামলাকারীরা আদালতে জানিয়েছিলেন, তাঁদের পার্টি পর্যন্ত করা হয়নি এই মামলায়। আদালতে প্রশ্ন ওঠে, কিসের ভিত্তিতে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেওয়া হল? আদালত শুনানিতে সে কথা জানতে চেয়েছিল। কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার পর, ডিভিশন বেঞ্চেও বহাল ছিল সেই নির্দেশ। এবার সব মামলাই সুপ্রিম কোর্টে স্থানান্তরের আবেদন জানানো হল।

এসএসসি থেকে প্রাথমিক, সব নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। সিবিআই ও ইডি তদন্ত করছে সেই দুর্নীতির। ওএমআর কারচুপির অভিযোগেই মূলত চাকরি গিয়েছে অনেকের।

Next Article