কলকাতা: আরও এক রাজনৈতিক মামলা দায়েরের আবেদন কলকাতা হাইকোর্টে। অনুমতি দিল আদালত। হাওড়া, বালি জগাছা, নদিয়া-সহ বিভিন্ন জায়গায় গণনাকেন্দ্রে বিরোধী প্রার্থীদের এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগে তদন্তের আর্জি জানানো হয়। গণনার দিন কাউন্টিং এজেন্ট রিটার্নিং অফিসারকে ‘প্রাণে বাঁচানো’র আর্তি জানিয়ে চিঠিও লেখেন বলে এদিন আদালতে উল্লেখ করা হয়। সেই চিঠির বয়ান পেশ করা হয় আদালতে। পুনর্গণনা-সহ স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দিক আদালত, আর্জি জানিয়ে মামলা দায়েরের আবেদন করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। বিচারপতি অমৃতা সিনহা তাতে অনুমতি দেন। বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
পঞ্চায়েত ভোট নিয়ে একের পর এক অভিযোগ। হিংসা, সন্ত্রাস বাদ দিলেও রয়েছে কারচুপির অভিযোগ। যেহেতু পঞ্চায়েত ভোট ব্যালট পেপারে হয়, ফলে সেখানে নানাভাবে শাসকদল জারিজুরি খাটিয়েছে বলে অভিযোগ তুলেছে বিরোধীরা। কোথাও প্রিসাইডিং অফিসারের সই করা ব্যালট পেপার সরিয়ে দেওয়ার অভিযোগ, কোথাও আবার ব্যালট বাক্স চুরির অভিযোগ বাম, বিজেপি, কংগ্রেসের।
একইসঙ্গে বিরোধীরা অভিযোগ তুলেছে, বহু গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে তাদের এজেন্টকে। মারধর করা হয়েছে। মামলাকারীর দাবি, রানাঘাট-২ ব্লকে গণনার দিন এক কাউন্টিং এজেন্ট ‘প্রাণে বাঁচানো’র কাতর আর্জি জানিয়ে রিটার্নিং অফিসারকে চিঠি পর্যন্ত লেখেন। এই সমস্ত কিছুকে সামনে রেখেই মামলা দায়ের হয় এদিন।