নয়া দিল্লি: ফের পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মামলার শুনানি। শুক্রবারই দিল্লি হাইকোর্টে (Delhi High Court) সেই শুনানি হওয়ার কথা ছিল। সেই মামলা পিছিয়ে গিয়েছে এদিন। আগামী ২৩ জানুয়ারি হবে মামলার পরবর্তী শুনানি। সব মামলা একসঙ্গে ২৩ জানুয়ারি শুনবেন বিচারপতি দীনেশ কুমার শর্মা।
গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেই আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। তাতে সাড়াও দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এরপর বীরভূমে এক ব্যক্তির করা অভিযোগের ভিত্তিতে হওয়া মামলার জেরে দিল্লি যাওয়া পিছিয়ে যায়। এরপর দিল্লির ওই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। শুক্রবার সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল।
অনুব্রত মণ্ডলকে শ্যোন অ্যারেস্ট করেছিল ইডি। শ্যোন অ্যারেস্টের কারণ জানতে চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অনুব্রত। এখন তাঁর ঠিকানা আসানসোলে সিবিআইয়ের বিশেষ সংশোধনাগার।
এদিকে, গরু পাচার মামলায় তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে। মূলত দুটি মামলা নিয়ে অনুব্রত মণ্ডল গিয়েছিলেন হাইকোর্টে। দু’টি মামলার মধ্যে এর আগে একটি মামলা খারিজ হয়ে যায়। এরপর বুধবার জামিনের আবেদনে যে মামলা ছিল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে সেটিও খারিজ হয়ে গেল। অর্থাৎ পরপর দু’টি ধাক্কা কেষ্টর। আপাতত দিল্লি হাইকোর্টের রায়ের অপেক্ষায় রয়েছে ইডি।