কলকাতা: গরু পাচারকাণ্ডে এনামূলের তিন আত্মীয়কে নোটিস পাঠাল সিবিআই। শনিবারই তাঁদের নোটিস পাঠানো হয়। যদিও সূত্রের খবর, তিনজনই পলাতক। তাঁরা দেশের বাইরে বলেই সিবিআই সূত্রে জানা গিয়েছে। আপাতত তাঁদের নোটিস গিয়েছে এনামূলের ম্যানেজারের কাছে। আগামী সপ্তাহেই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তিনজনকে।
ইতিমধ্যেই গরু পাচারকাণ্ডের মূল পাণ্ডা এনামূল হককে গ্রেফতার করা হয়েছে। গরু পাচারে এনামূল ও প্রভাবশালী যোগ নিয়ে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য সিবিআইয়ের হাতে উঠে এসেছে। কালো টাকা পাচারে হাওয়ালা যোগেরও প্রমাণ মিলেছে। তাই শত চেষ্টা করেও জামিন পাচ্ছেন না তিনি। সিবিআইয়ের দাবি, এনামূলের কাছ থেকে মোটা অঙ্কের মাসিক টাকা নিতেন ওই সব প্রভাবশালী ব্যক্তিরা।
আরও পড়ুন: সমুদ্র থেকে ভেসে এল দেহাংশ, তবে কি সমুদ্রগর্ভেই তলাল ইন্দোনেশিয়ার বিমান
পাশাপাশি আদালতে এনামূলের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগও তুলেছিলেন সিবিআই আধিকারিকরা। তাঁদের দাবি, এনামূল জামিন পেলে প্রভাব খাটাতে পারে তদন্তে। এসবের মধ্যে আরও খানিকটা চাপ বাড়িয়ে তাঁর দূর সম্পর্কের তিন ভাইকে নোটিস পাঠাল সিবিআই। যদিও ইতিমধ্যেই তাঁরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে বলেই সিবিআইয়ের কাছে খবর। তাই এনামূলের ম্যানেজারকে সেই নোটিস দেওয়া হয়েছে।