কলকাতা: গরুপাচারকাণ্ডে (Cattle Smuggling Case) অভিযুক্ত এনামুল হককে নিজেদের হেফাজতে নিল সিবিআই। আসানসোলের সংশোধনাগার থেকে তাকে নিয়ে গেলেন সিবিআই কর্তারা। শনিবার বেলা বারোটা নাগাদ চারটি গাড়িতে সিবিআই কর্তারা আসানসোলের যান। দুটি গাড়িতে ছিলেন সিবিআই আধিকারিকরা। বাকি দুটি গাড়িতে ছিলেন সিআরপিএফ জওয়ান।
শুক্রবারই হাইকোর্ট নির্দেশ দিয়েছে, এনামুলকে জেল হেফাজত থেকে ৬ দিনের জন্য সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে । সম্প্রতি আসানসোল আদালতে আত্মসমর্পণ করে এনামুল। বিচারক তাকে জেলা হেফাজতের নির্দেশ দেন। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিবিআই আধিকারিকরা। শুক্রবার হাইকোর্ট নির্দেশ দেয়. এনামুলকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবেন গোয়েন্দারা।
ইতিমধ্যেই এই মামলায় গ্রেফতার করা হয়েছে বিএসএফ কর্তা সতীশ কুমারকে। তাকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে, আরও চার বিএসএফ অফিসারকে তলবও করা হয়েছে। তাদের মুখোমুখি বসিয়েও জেরা করা হতে পারে বলে সূত্রের খবর। কোনও রাজনৈতিক নেতা এই চক্রে যুক্ত কিনা তাও জানতে মরিয়া গোয়েন্দারা।
আরও পড়ুন: মেদিনীপুরে শাহর সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীদের ‘পথ আটকাল’ তৃণমূল
উল্লেখ্য, নভেম্বরেই দিল্লির একটি হোটেল থেকে এনামুলকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তারপর এনামূলকে শর্তসাপেক্ষে জামিন দেয় দিল্লি সিবিআই-এর বিশেষ আদালত।