কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলার তদন্তে আরও একধাপ এগোল সিবিআই (CBI)। বুধবার প্রদীপ সিংহ নামে আরও একজনকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিন নিউটাউন এলাকা থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্র মারফত জানা গিয়েছে, গ্রেফতার প্রদীপ সিংহ নিয়োগ দুর্নীতিতে মিডলম্যানের (Middleman in SSC Scam) ভূমিকা পালন করত। অর্থাৎ, নিয়োগ দুর্নীতির টাকা প্রভাবশালীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই প্রদীপ সিংহের উপর। এমনই সন্দেহ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আগামিকাল (বৃহস্পতিবার) গ্রেফতার ওই ব্যক্তিকে আদালতে পেশ করবে সিবিআই।
সূত্রের খবর, নবম থেকে দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মিডলম্যান হিসেবে কাজ করত প্রদীপ সিংহ। জানা গিয়েছে, নিয়োগের ক্ষেত্রে অনেকের কাছ থেকে টাকা নিয়ে চাকরি করিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়েছেন, কিন্তু চাকরি করিয়ে দেননি এমনও অভিযোগ রয়েছে বলে খবর। এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে এই নিয়ে তৃতীয় গ্রেফতারি সিবিআই-এর হাতে। এর আগে এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান অশোক সাহা এবং উপদেষ্টা কমিটির প্রাক্তন আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করেছিল সিবিআই। তাদের ইতিমধ্যেই ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে।
এবার প্রদীপ সিংহ নামে গ্রেফতার হওয়া এই মিডলম্যানকে জেরা করে তদন্তের দুর্নীতির অভিযোগের আরও শিকড়ে যাওয়ার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতিতে তেড়েফুঁড়ে তদন্ত চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরাও। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায় এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে আগেই গ্রেফতার করেছে ইডি। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। দু’হাজার টাকা আর পাঁচশো টাকার নোটের পাহাড়। সঙ্গে পাওয়া গিয়েছে প্রচুর পরিমাণে সোনার গয়না, সোনার বার। আপাতত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় রয়েছেন জেল হেফাজতে।