AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুদীপ্ত সেনের লেখা চিঠির সিবিআই তদন্তের নির্দেশ আদালতের

একাধিক নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ তুলেছিলেন সারদার কর্ণধার। টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী-সহ অধীর চৌধুরীর নাম।

সুদীপ্ত সেনের লেখা চিঠির সিবিআই তদন্তের নির্দেশ আদালতের
ফাইল ছবি।
| Updated on: Feb 01, 2021 | 6:55 PM
Share

কলকাতা: সারদা-কর্তা সুদীপ্ত সেনের (Sudipta Sen) লেখা চিঠির সিবিআই তদন্তের (CBI Enquiry) নির্দেশ আদালতের। নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত (Bankshall Court)। গত ১৯ ডিসেম্বর প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে সুদীপ্ত সেন কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে একটি ১৮ পাতার চিঠি জমা দিয়েছিলেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বারা তদন্তের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক দীপাঞ্জন সেন।

প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে লেখা এই চিঠিতে বিরোধী দলের একাধিক নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক কিছু অভিযোগ তুলেছিলেন সারদার কর্ণধার। টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী-সহ অধীর চৌধুরীর নাম। এই নেতারা কীভাবে নানা সময়ে টাকা নিয়েছেন সেই নিয়ে বর্ণনাও ছিল চিঠিতে। যা প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই চিঠি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্য করে লেখা হয়েছিল। চিঠি প্রকাশ্যে এনে তদন্তের দাবি জানিয়েছিলেন কুণাল। সেই প্রেক্ষিতেই তদন্তের নির্দেশ দেওয়া হয়।

সূত্রের খবর, সোমবার ব্যাঙ্কশাল আদালতে কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী সুদীপ্ত সেনের ওই চিঠি পেশ করেন। চিঠিতে সিবিআই-এর হাতে তুলে দেন বিচারক দীপাঞ্জন সেন। চিঠির তদন্ত করতে সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: মুকুলের পরামর্শেই গা ঢাকা দিই! অস্তিত্ব নেই লাল ডায়রির: বিস্ফোরক সুদীপ্ত

যেহেতু সুদীপ্ত সেন সারদা মামলার মূল চরিত্র, তাই তাঁর লেখা এই চিঠি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আবেদন জানিয়েছিলেন কুণাল ঘোষ। তবে এত বছর পর ভোটের কয়েক মাস বাকি থাকতেই বিরোধী নেতাদের জড়িয়ে এহেন চিঠির পিছনে সড়ষন্ত্রে তত্ত্ব খাড়া করেছিলেন অভিযুক্তরা। এবার সিবিআই এই চিঠির মামলায় জড়িয়ে পড়ায় তদন্তের গতিপ্রকৃতিতে কোনও বদল আসে কিনা সেটাই দেখার।

আরও পড়ুন: ‘বিস্ফোরক ২১ পাতার চিঠি’ দিলেন সুদীপ্ত সেন, সারদাকাণ্ডে নয়া মোড়?