কলকাতা: নারদ (Narada Scam)মামলায় অভিযুক্ত আইপিএস সৈয়দ মহম্মদ হোসেন মির্জার বিরুদ্ধে এবার চার্জশিট পেশ করতে পারবে সিবিআই। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে মিলল সবুজ সঙ্কেত। মির্জার নামে চার্জশিট পেশের জন্য যে অনুমতির প্রয়োজন ছিল, তা পেয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
যেহেতু সৈয়দ মহম্মদ হোসেন মির্জা একজন আইপিএস অফিসার। তাই তাঁর বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি প্রয়োজন। ২০১৯ সালের অক্টোবর মাসে মির্জার বিরুদ্ধে তদন্ত এগোতে স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হয়েছিল সিবিআই। প্রায় দেড় বছর পর মিলল অনুমতি।
আরও পড়ুন: লকডাউনে সুরাপ্রেমীদের জন্য সুখবর দিল সরকার! তীব্র সমালোচনায় বিজেপি
নারদকাণ্ডে একাধিক প্রভাবশালীর নাম উঠে আসে সিবিআইয়ের হাতে। যদিও তাঁদের মধ্যে একমাত্র মির্জাই এখনও অবধি গ্রেফতার হয়েছেন। এক সময় তিনি বর্ধমানের পুলিশ সুপার ছিলেন। সে সময় কলকাতায় ম্যাথু স্যামুয়েল নামে এক সাংবাদিক একটি স্টিং অপারেশন চালান। একাধিক রাজনৈতিক নেতার উপর এই স্টিং চলে। সেখানে ছিলেন এই পুলিশ কর্তাও। সিবিআই সূত্রে খবর, যত দ্রুত সম্ভব সারদা, নারদ মামলার তদন্ত শেষ করতে চাইছে সিবিআই। গত কয়েকদিনে এ সংক্রান্ত তৎপরতাও দেখা গিয়েছে তদন্তকারীদের মধ্যে।