Post Poll Violence: পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় নতুন মামলা CBI-এর

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 13, 2022 | 8:48 PM

CBI : ২০২১ সালের ২৩ মে ঘরের বাইরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় প্রসেনজিৎ দাসের। বিষয়টি নিয়ে পুলিশের কাছে গেলে, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

Post Poll Violence: পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ভোট পরবর্তী হিংসায় নতুন মামলা CBI-এর
ভোট পরবর্তী হিংসার তদন্তে সিবিআই

Follow Us

কলকাতা : ভোট পরবর্তী হিংসার ঘটনায় নতুন মামলা সিবিআই-এর। বিজেপি কর্মী প্রসেনজিৎ দাসকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মামলায় বাগুইহাটি থানার দুই পুলিশকর্মী ছাড়াও আরও সাত জনের নাম রয়েছে। ঘটনায় মারাত্মক অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ২০২১ সালের ২৩ মে ঘরের বাইরে ঝুলন্ত দেহ উদ্ধার হয় প্রসেনজিৎ দাসের। বিষয়টি নিয়ে পুলিশের কাছে গেলে, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এমনকী অভিযোগও নেওয়া হয়নি বলে দাবি। বরং, জোর করে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এবং তারপর কোনওরকম ময়নাতদন্ত না করেই দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

পুলিশ অভিযোগ গ্রহণ না করলে বিষয়টি নিয়ে আদালতে মামলা করেন প্রসেনজিতের মা। আদালতের নির্দেশে মামলা রুজু হয়। সেই মামলায় এবার তদন্তে নামল সিবিআই। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় হিংসার অভিযোগ উঠেছে। অভিযোগের তির মূলত তৃণমূলের দিকে। জেলায় জেলায় বিরোধী শিবিরের কর্মী ও সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। খুন, ধর্ষণের অভিযোগও উঠে এসেছে। আতঙ্কে বহু বিজেপি কর্মী ও সমর্থক দীর্ঘদিন বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন বলেও দাবি পদ্ম শিবিরের।

এমন পরিস্থিতিতে ভোট পরবর্তী হিংসার মামলা গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। আদালত সেই সময় নির্দেশ দিয়েছিল ভোট পরবর্তী হিংসার ঘটনায় খুন, ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার সংক্রান্ত যে অভিযোগগুলি উঠে এসেছে, সেগুলির তদন্ত করবে সিবিআই। ভোট পরবর্তী হিংসায় অন্যান্য অভিযোগগুলির তদন্ত করার জন্য সিট গঠন করতে বলেছিল হাইকোর্ট। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার মামলায় ইতিমধ্যেই তদন্তের সুতো গোটাতে শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগের তদন্ত করছে সিবিআই। অনুব্রত মণ্ডল সহ বেশ কয়েকজন তাবড় নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইতিমধ্যেই। আর এরই মধ্যে এবার নতুন মামলার তদন্তে নামল সিবিআই।

Next Article