কলকাতা: হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর মঙ্গলবার রাতেই প্রেসিডেন্সি জেলে পৌঁছে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর টিম। জেলের ভিতর ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয় প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে। প্রায় আড়াই ঘণ্টা জেলে ছিল সিবিআই। প্রাথমিক নিয়োগ সংক্রান্ত নতুন একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। মঙ্গলবার তিনি নির্দেশ দিয়েছিলেন, যাতে রাতেই জিজ্ঞাসাবাদ করা হয় মানিককে। প্রয়োজন হলে হেফাজতে নেওয়ার অনুমতিও দিয়েছিল আদালত।
এদিন রাত ৯টা ২০ মিনিট নাগাদ প্রেসিডেন্সি জেলে প্রবেশ করে সিবিআই-এর ৪ সদস্যের একটি টিম। জিজ্ঞাসাবাদের পর রাত ১১টা ৫০ মিনিট নাগাদ বেরিয়ে যান তাঁরা। জানা গিয়েছে, ওই টিমের নেতৃত্বে ছিলেন একজন এসপি পদমর্যাদার অফিসার। ছিলেন, দু’জন ইন্সপেক্টর ও একজন ভিডিয়োগ্রাফি এক্সপার্ট।
এদিন মানিকের পুরো জিজ্ঞাসাবাদ পর্ব ভিডিয়োগ্রাফি করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তিনি বলেছিলেন, মানিক কী উত্তর দেন, তা তিনি শুনতে চান। মানিক এই মামলার মাস্টারমাইন্ড বলেও মন্তব্য করেছিলেন তিনি।
প্রাথমিক নিয়োগ সংক্রান্ত একটি নতুন মামলায় এই নির্দেশ দিয়েছিল আদালত। অভিযোগ ছিল, বেশ কয়েকজন প্রার্থীকে বলা হয়েছিল বীরভূম, হুগলিতে কোনও শূন্যপদ নেই। যাদের বাছাই করা হয়েছিল তাদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল। ১৭ দিন পর জানা যায়, শেষ সুযোগ দেওয়া হচ্ছে ওই জেলায়। সেখানে চার জেলা মিলিয়ে ৪০০ প্রার্থীকে নেওয়া হয়। আদালতের প্রশ্ন এত তাড়াতাড়ি কীভাবে এতগুলি শূন্যপদ তৈরি হল? সেক্ষেত্রে তৎকালীন পর্ষদ সভাপতির কোনও যোগ ছিল কি না, সেটাই খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।