Firhad Hakim: এক আমলার সূত্র ধরেই ফিরহাদ হাকিমের বাড়িতে হাজির সিবিআই

সিজার মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 08, 2023 | 3:34 PM

Firhad Hakim: পুর নিয়োগ দুর্নীতি মামলায় এদিন সকালে পুরমন্ত্রীর বাড়িতে যায় সিবিআই। একদিকে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অন্যদিকে, ঘেঁটে দেখা হচ্ছে ফাইল পত্র।

Firhad Hakim: এক আমলার সূত্র ধরেই ফিরহাদ হাকিমের বাড়িতে হাজির সিবিআই
ফিরহাদেরা বাড়িতে সিবিআই হানা।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রবিবার সকাল থেকে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের তল্লাশি চালাচ্ছে সিবিআই। সকাল সাড়ে ৯টা নাগাদ কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছে যান তাঁর বাড়িতে। প্রথমেই নিয়ে নেওয়া হয় তাঁর মোবাইল। পরে তাঁর ঘরে প্রবেশ করে ফাইলপত্র ঘেঁটে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একাধিক নেতা-মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। আর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফিরহাদের বাড়িতে প্রথমবার চলছে সিবিআই তল্লাশি। সূত্রের খবর, এক আমলা-যোগেই রাজ্যের এই মন্ত্রীকে আতস কাচের নীচে রাখছেন তদন্তকারীরা।

পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবারও বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা। তা মধ্যেই ছিল এক আমলার বাড়ি। জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় নামে ওই আমলার বাড়িতে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেশ কিছু নথিও উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে।

এই জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় ছিলেন ডিরেক্টরেট অব লোকার বডিজ-এর ডিরেক্টর। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তিনি। এই ডিরেক্টরেট অব লোকার বডিজ বা ডিএলবি- পুরসভাগুলির নিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এরাই ঠিক করে দেয় নিয়োগের ক্ষেত্রে বরাত কাকে দেওয়া হবে। তাঁর বাড়িতে এমন কিছু নথিপত্র উদ্ধার হয়েছে, যা থেকে সন্দেহ বেড়েছে বলেই সূত্রের খবর।

প্রশ্ন উঠেছে পুর নিয়োগে ডিএলবি-র যোগ থাকলে মন্ত্রী কিছুই জানবেন না, তা কী করে হয়। সে কারণেই আচমকা ফিরহাদের বাড়িতে সিবিআই হানা দিয়েছে বলে সূত্রের খবর। চলছে ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। এই প্রসঙ্গে ফিরহাদ-কন্যা প্রিয়দর্শিনী সোশ্যাল মাধ্যমে লিখেছেন, “আমি আগেও বলেছি। এখনও বলছি। আমরা কোনওভাবে ভীত নই, এই ধরনের তল্লাশির ক্ষেত্রে। আমরা কোনও কিছু লুকিয়ে রাখতে চাই না।”

Next Article