C V Ananda Bose: ১৪৪ ধারার মধ্যেই কীভাবে ধরনা? মুখ্যসচিবকে চিঠি বোসের

Deeksha Bhuiyan | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 08, 2023 | 2:13 PM

C V Ananda Bose: বস্তুত, একশো দিনের বঞ্চনা এবং আবাস যোজনা ইস্যুতে রাজভবনের নর্থ গেটের সামনে ধরনায় বসেছে তৃণমূল নেতৃত্ব। পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যেই চলছে সেই অবস্থান বিক্ষোভ। উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ রাজ্যের তাবড়-তাবড় বিধায়ক নেতা মন্ত্রীরা। তবে এই বিক্ষোভ নিয়েই এবার কড়া রাজভবন।

C V Ananda Bose: ১৪৪ ধারার মধ্যেই কীভাবে ধরনা? মুখ্যসচিবকে চিঠি বোসের
মুখ্যসচিবকে চিঠি বোসের
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ঘাত-প্রতিঘাতের রাজনীতি অব্যাহত। অভিষেকের ধরনা নিয়ে সংঘাতে রাজভবন। ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে মঞ্চ গড়ে ধরনা? সূত্রের খবর, মুখ্যসচিবকে চিঠি দিতে চলেছে।

বস্তুত, একশো দিনের বঞ্চনা এবং আবাস যোজনা ইস্যুতে রাজভবনের নর্থ গেটের সামনে ধরনায় বসেছে তৃণমূল নেতৃত্ব। পঞ্চাশ থেকে একশো মিটারের মধ্যেই চলছে সেই অবস্থান বিক্ষোভ। উপস্থিত রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য সহ রাজ্যের তাবড়-তাবড় বিধায়ক নেতা মন্ত্রীরা। তবে এই বিক্ষোভ নিয়েই এবার কড়া রাজভবন।

রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যসচিবকে চিঠি পাঠাতে চলছেন। সেখানে তিনটি ধারার কথা উল্লেখ রাখা হয়েছে। ১৪৪ ধারার মধ্যেই কীভাবে অবস্থান চলতে পারে? এটি বেআইনি চিত্র। জানা যাচ্ছে সেই চিঠি তৈরি হয়ে গিয়েছে। খুব শীঘ্রই সেই চিঠি মুখ্যসচিবের কাছে পৌঁছে যাবে।

এই মুহূর্তে (৮ অক্টোবর) রাজ্যপাল বোস রয়েছেন উত্তরবঙ্গে। এ দিকে, আজ আবার রাজ্যের দুই বিধায়ক ফিরহাদ হাকিম ও মদন মিত্রর বাড়িতে হানা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, তড়িঘড়ি আজই উত্তরবঙ্গ থেকে ফিরে আসবেন তিনি। সূত্রের খবর, সিবিআই তল্লাশির আবহেই রাজ্যের সাংবিধানিক প্রধানের সফরসূচির পরিবর্তন বলে জানতে পারা যাচ্ছে।

 

Next Article