কলকাতা : সকাল ১০ টা ৪০ মিনিটে সিবিআই দফতরে গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তারপর থেকে পাঁচ ঘণ্টা অতিক্রান্ত। এখনও কেন্দ্রীয় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন পার্থ বাবুকে। সিবিআই সূত্রে খবর, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে সিবিআই জিজ্ঞাসাবাদের একটি বড় অংশ জুড়ে থাকতে পারে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি কীভাবে হল, সেই সংক্রান্ত বিষয়ের বেশ কিছু প্রশ্ন। এর পাশাপাশি শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতি সম্পর্কে কতটা ওয়াকিবহাল ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কী কী নিয়ম পালন করা হয় তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
এসএসসির যে উপদেষ্টা কমিটি তৈরি করা হয়েছিল, সেই উপদেষ্টা কমিটিকে আদৌ কোনও ক্ষমতা দেওয়া হয়েছিল কি এমন সুপারিশ করার জন্য? যদি ক্ষমতা থাকে, তাহলে সেই ক্ষমতা কে দিয়েছিলেন? এ ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের কোনও ভূমিকা ছিল কি না, সেই সব প্রশ্নের মুখোমুখি হতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এগুলির পাশাপাশি বিগত কয়েকদিনে এসএসসির উপদেষ্টা কমিটির একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাঁদের থেকেও বেশ কিছু তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। তাছাড়া পরেশ অধিকারীকে যেভাবে পর পর ডাকা হয়েছে, জিজ্ঞাসাবাদের সঙ্গে, সেখান থেকেই অনেক তথ্য উঠে এসেছে। সেই সব তথ্যের সঙ্গে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বয়ান মিলিয়ে দেখতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারায।
উল্লেখ্য, সিবিআই সূত্রে আগেই জানা গিয়েছিল, উপদেষ্টা কমিটির সদস্যরা দাবি করেছেন, গোটা বিষয়টি সম্পর্কেই ওয়াকিবহাল ছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী। সেই সব তথ্যগুলিই যাচাই করে দেখা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে। বিশেষ করে প্রকৃত সত্য দাবি কে করছেন, সেই সব দিকগুলিই আরও স্পষ্ট হতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিকে বুধবার সকালেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই দফতরে হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সেই মামলা গ্রহণ করেনি শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, পদ্ধতিগত কিছু ত্রুটি রয়েছে। সেগুলি সংশোধন করে ফের আবেদন করতে বলেছে সুপ্রিম কোর্ট।