CBI: RG Kar-এর তিন ডাক্তারকে ডেকে পাঠাল CBI

সিজার মণ্ডল | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 15, 2024 | 2:12 PM

CBI On RG Kar: সিবিআই সূত্রে খবর, সঞ্জয় বশিষ্ঠ ছাড়াও তালিকায় রয়েছেন দুজন চিকিৎসক। তার মধ্যে চেস্ট বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী ও ফরেন্সিক বিভাগের চিকিৎসক যিনি ময়নাতদন্তের সঙ্গে যুক্ত মলি বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে।

CBI: RG Kar-এর তিন ডাক্তারকে ডেকে পাঠাল CBI
তিন ডাক্তারকে তলব
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: ‘যত দ্রুত সম্ভব…’ আরজি কর-কাণ্ডে সিবিআইকে শীঘ্রই মামলা হাতে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। আর আদালতের নির্দেশ পেতেই তেড়েফুঁড়ে ময়দানে সিবিআই। তিনজনকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। পদত্যাগী এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠকে তলব করা হয়েছে বলে জানা যাচ্ছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

 

সিবিআই সূত্রে খবর, সঞ্জয় বশিষ্ঠ ছাড়াও তালিকায় রয়েছেন দুজন চিকিৎসক। তার মধ্যে চেস্ট বিভাগের প্রধান অরুণাভ দত্ত চৌধুরী ও ফরেন্সিক বিভাগের চিকিৎসক যিনি ময়নাতদন্তের সঙ্গে যুক্ত মলি বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। তাঁদের বয়ান রেকর্ড করা হবে। এ দিকে আজ আবার নির্যাতিতার বাড়িতে পৌঁছেছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা।

প্রসঙ্গত, সিবিআই সূত্রে জানা গিয়েছে, ‘তিলোত্তমা’কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, দিল্লি এসি ১ (AC-1) শাখায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে, ‘তিলোত্তমাকে’ ন্যায় বিচার পাইয়ে দিতে বারো জনের একটি দল গঠন সিবিআই-এর। সেখানে রয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞ,ডাক্তার ও তদন্তকারী আধিকারিকরা। তদন্তের মূল দায়িত্বে রয়েছেন দিল্লির অফিসাররা। সাহায্য করবে কলকাতার স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ।-কে বিচার দিতে এবার মহিলা অফিসারকে তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ সিবিআই-এর। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে।

Next Article