Sandeshkhali: দলে দলে কেন্দ্রীয় বাহিনী ঘিরল ন্যাজাট-সন্দেশখালি-ঝুপখালি, ভোটের মুখে বড় কেস?

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Apr 20, 2024 | 7:01 PM

CBI: সিবিআই সূত্রের খবর, যারা গোপনীয়তা বজায় রেখে ইমেল করে শেখ শাহজাহান, শিবু হাজরা, আলমগিরদের নামে অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের অভিযোগের সত্যতা যাচাই করতে এই অভিযান। নিরাপত্তার দিক মাথায় রেখে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালির এ প্রান্ত থেকে ও প্রান্ত কার্যত দাপিয়ে বেড়ালেন এদিন ৪০ ডিগ্রির গরমে। 

Sandeshkhali: দলে দলে কেন্দ্রীয় বাহিনী ঘিরল ন্যাজাট-সন্দেশখালি-ঝুপখালি, ভোটের মুখে বড় কেস?

Follow Us

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির অভিযোগ পেতে সিবিআই ইমেল আইডি প্রকাশ করেছে। আর তারপরই একাধিক অভিযোগ জমা পড়ে ওই ইমেল আইডিতে। সেই সমস্ত অভিযোগের সত্যতা যাচাই করতে এবং অভিযোগকারীদের বয়ান সংগ্রহ করতে শনিবার সকাল থেকেই টপ গিয়ার সিবিআই। রাজবাড়ি, ন্যাজাট, সন্দেশখালি, ঝুপখালি, খুলনা-সহ একাধিক জায়গায় বিভিন্ন টিমে ভাগ হয়ে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সিবিআই সূত্রের খবর, যারা গোপনীয়তা বজায় রেখে ইমেল করে শেখ শাহজাহান, শিবু হাজরা, আলমগিরদের নামে অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের অভিযোগের সত্যতা যাচাই করতে এই অভিযান। নিরাপত্তার দিক মাথায় রেখে বিরাট সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালির এ প্রান্ত থেকে ও প্রান্ত কার্যত দাপিয়ে বেড়ালেন এদিন ৪০ ডিগ্রির গরমে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালির তদন্তভার পেয়েছে সিবিআই। আর তদন্তভার পেতেই ইমেল আইডি প্রকাশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উত্তর ২৪ পরগনার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়, যত বেশি সম্ভব যেন ইমেল আইডিটি প্রচার করা হয়। সংবাদমাধ্যমেও sandeshkhali@cbi.gov.in ইমেল আইডিটি প্রচারের কথা বলা হয়। ১৫ এপ্রিল পর্যন্তই নাকি ২১৭টি অভিযোগ এসেছে সেখানে। এমনও খবর, এখনও পর্যন্ত জমি দখলের অভিযোগের সংখ্যাই সব থেকে বেশি। সেসব অভিযোগ পেতেই এবার ময়দানে সিবিআই।

Next Article