Manipur Violence: বিধানসভায় মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনতে পারে শাসকদল তৃণমূল

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jul 22, 2023 | 5:49 PM

Manipur: এই মুহূর্তে মণিপুরের ঘটনা নিয়ে নিন্দায় সরব গোটা দেশ। দেশের প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলেই এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

Manipur Violence: বিধানসভায় মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনতে পারে শাসকদল তৃণমূল
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: রাজ্য-রাজভবন চাপানউতর-পর্ব শেষে ২৪ জুলাই থেকেই শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। সূত্রের খবর, এবারের বিধানসভায় মণিপুর নিয়ে নিন্দা প্রস্তাব আনা হতে পারে। নিন্দাপ্রস্তাব আনতে পারে সরকারপক্ষ। আলোচনা হতে পারে বিধানসভায়। এমনও শোনা যাচ্ছে এক ঘণ্টার আলোচনা হতে পারে। শুক্রবার অবধিও এই বাদল অধিবেশনের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা ছিল। কারণ, অধিবেশন শুরুর আগে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন। অথচ রাজ্যপাল সে সংক্রান্ত কাগজে সই করেননি। তবে শনিবার সে সমস্যা মিটে যায়। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, তিনি নিজেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কথা হয়েছে। এরপরই সরকার শিবিরে আসন্ন অধিবেশনের প্রস্তুতি শুরু।

এই মুহূর্তে মণিপুরের ঘটনা নিয়ে নিন্দায় সরব গোটা দেশ। দেশের প্রধানমন্ত্রী থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলেই এই ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশনে এ নিয়ে নিন্দা প্রস্তাব আনতে চলেছে শাসকদল তৃণমূল।

শনিবার সাংবাদিক সম্মেলনে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, কী কী বিল নিয়ে আলোচনা হবে তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে মণিপুর নিয়ে এবারের বিধানসভার অধিবেশনে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। যদিও অধ্যক্ষ জানিয়েছেন, বিএ কমিটির বৈঠকের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

Next Article