মাসের ভিত্তিতে রিপোর্ট চাই, ডেঙ্গু-চিকুনগুনিয়ার তথ্য নিয়ে সংঘাত মিটল না কেন্দ্র ও রাজ্যের

Jun 19, 2021 | 8:53 PM

সপ্তাহের হিসেবে রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য ভবন। কিন্তু তাতে সন্তুষ্ট নয় কেন্দ্র।

মাসের ভিত্তিতে রিপোর্ট চাই, ডেঙ্গু-চিকুনগুনিয়ার তথ্য নিয়ে সংঘাত মিটল না কেন্দ্র ও রাজ্যের
তথ্য না দেওয়ার অভিযোগ

Follow Us

কলকাতা: ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত অব্যাহত। তথ্য পাঠিয়েও সন্তুষ্ট করা গেল না কেন্দ্রকে। সাপ্তাহিক রিপোর্ট পাওয়ার পর এ বার কেন্দ্রের বক্তব্য মাসের হিসেবে রিপোর্ট দিতে হবে। অর্থাৎ, কেন্দ্রের নিয়ম মাফিক হিসেব না দিলে টাকা পাওয়া যাবে না। যদিও রাজ্যের দাবি এ ভাবে অযথা হেনস্থা করা হচ্ছে।

সম্প্রতি রাজ্যের বিরুদ্ধে তথ্য না দেওয়ার অভিযোগ তুলে টাকা বন্ধ করে দেয় কেন্দ্রের জাতীয় স্বাস্থ্য মিশন। রাজ্যগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে সাধারণত টাকা দিয়ে থাকে কেন্দ্র। শুধু ডেঙ্গু-চিকুনগুনিয়া নয়, আরও অনেক রোগের জন্যও এই টাকা বরাদ্দ করা হয়। কিন্তু এ বার পশ্চিমবঙ্গের জন্য ডেঙ্গু-চিকুনগুনিয়ার খাতে কোনও টাকা বরাদ্দ করা হয়নি। তথ্য না দেওয়ার জন্যই যে এই সিদ্ধান্ত, সেটাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্য মিশনের তরফ থেকে। গত তিন বছরে এই সব রোগে কতজনের মৃত্যু হয়েছে, কতজন আক্রান্ত হয়েছে, চিকিৎসা ব্যবস্থাই বা কেমন, সেই সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে নেই বলে দাবি কেন্দ্রের। ২০১৮ সাল থেকে কোনও তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন: কোভিড আবহে একই উপসর্গ নিয়ে শহরে হাজির সোয়াইন ফ্লু, ধন্দে চিকিৎসক মহল

অভিযোগ পেয়েই তথ্য পাঠানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য ভবনের জাতীয় স্বাস্থ্য মিশন বিভাগ। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, তথ্য পাঠানোর পর‌ও রাজ্যের পদক্ষেপ কেন্দ্রকে সন্তুষ্ট করতে পারেনি। স্বাস্থ্য ভবন ডেঙ্গুর প্রতি সপ্তাহ ভিত্তিক ধরে রিপোর্ট পাঠিয়েছিল। কিন্তু কেন্দ্রের বক্তব্য রিপোর্ট পাঠাতে হবে প্রতি মাসের হিসাবে! স্বাস্থ্য ভবনের বক্তব্য, ডেঙ্গির রিপোর্ট সাপ্তাহিক‌ই হয়। অহেতুক মাসিক রিপোর্ট চেয়ে বিষয়টি নিয়ে জলঘোলা করা হচ্ছে।

Next Article