কোভিড আবহে একই উপসর্গ নিয়ে শহরে হাজির সোয়াইন ফ্লু, ধন্দে চিকিৎসক মহল

এমন একাধিক রোগী ধরা পড়েছেন, যাঁদের দেহে করোনার উপসর্গ পুরোমাত্রায় থাকলেও রিপোর্ট এসেছে নেগেটিভ।

কোভিড আবহে একই উপসর্গ নিয়ে শহরে হাজির সোয়াইন ফ্লু, ধন্দে চিকিৎসক মহল
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: Jun 19, 2021 | 8:33 PM

কলকাতা: দেহে হু-হু করে কমছিল অক্সিজেনের মাত্রা। রোগীর উপসর্গ দেখেই কোভিড পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু, আরটিপিসিআর টেস্টের রিপোর্ট আসে নেগেটিভ। ধন্দে পড়ে যান চিকিৎসক মহল। সব ধরনের পরীক্ষার পরও ধরা পড়ে না করোনা। নিশ্চিত হতে এইচ১এন১ (সোয়াইন ফ্লু) পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই রিপোর্ট আসে পজিটিভ। যা কার্যত হতবাক করেছে চিকিৎসকদের।

সম্প্রতি শহরে এমন একাধিক রোগী ধরা পড়েছেন, যাঁদের দেহে করোনার উপসর্গ পুরোমাত্রায় থাকলেও রিপোর্ট এসেছে নেগেটিভ। অথচ, করোনা রোগীর দেহে ঠিক যে কায়দায় অক্সিজেনের মাত্রা কমার ঘটনা লক্ষ্য করা যায়, এ ক্ষেত্রেও তেমনটাই ঘটতে দেখা গিয়েছে। রোগীদের দেহে জ্বরও থাকছে। কিন্তু রক্ত পরীক্ষা এবং লালারস পরীক্ষা, উভয় ক্ষেত্রেই রিপোর্ট এসেছে নেগেটিভ।

আরও পড়ুন: বৃষ্টি মাথায় স্ট্রেচারে করে রাজপথে টানা হল রোগীকে, এনআরএস-এ স্বাস্থ্য পরিষেবার করুণ ছবি

এই পরিস্থিতিতে চিকিৎসকেরা জানাচ্ছেন, সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হলে দেহে অক্সিজেন কমে যাওয়ার মতো উপসর্গ আগে কখনও লক্ষ্য করা যায়নি। ফলে এমন অবস্থায় চিকিৎসক মহলের পরামর্শ, কোভিড পরীক্ষার পর যদি কোনও রোগী নেগেটিভ আসেন এবং তাঁর রোগ সম্পর্কে নিশ্চিত না হওয়া যায়, তবে এইচ১এন১ টেস্টও করিয়ে রাখাই আবশ্যক। যেহেতু এই মরসুমে সোয়াইন ফ্লু-র আধিপত্য বেশি দেখা যায়, তাই সাবধানতা অবলম্বন করতেই এই নিদান চিকিৎসকদের।

আরও পড়ুন: বিট কয়েন কেলেঙ্কারিতে যুক্ত ছিল আসিফ! মালদা কাণ্ডে ছিন্ন সূত্র যোগে তৎপর গোয়েন্দারা