কলকাতা: বাড়ানো হল কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের বরাদ্দ। আরও ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। যে পরিমাণ টাকার অঙ্ক অর্থমন্ত্রকের কাছে দাবি করা হয়েছিল, সেই একই পরিমাণ অর্থ বরাদ্দ হয়েছে। আশা করা যায় এতে প্রকল্পের কাজ গতি পাবে।
ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যে প্রকল্প নেওয়া হয়েছে তার মধ্যে ফুলবাগান-সেক্টর ফাইভ পর্যন্ত প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। যাত্রী নিয়ে ছুটছে মেট্রো। তবে ফুলবাগান থেকে হাওড়া ময়দান পর্যন্ত নির্মাণ কাজ এখনও চলছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত আবার সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ। লাইন পাতা হচ্ছে।
আরও পড়ুন: কয়লাকাণ্ড: ‘লালার কীর্তি’ জানতে আজও খনিতে অভিযান সিবিআইয়ের, সঙ্গী খনি বিশেষজ্ঞ
সোমবারই কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব উঠে আসে। কাজে গতি আনতে ৯০০ কোটি টাকা বরাদ্দের কথাও বলা হয়। এই বরাদ্দ বৃদ্ধিতে উপকার হবে কলকাতা মেট্রোরও। ত্বরান্বিত হবে প্রকল্পের কাজ।