Amit Shah: শুক্রেই মুখোমুখি অমিত-সৌরভ? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিসিসিআই সভাপতির সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

May 05, 2022 | 4:54 PM

Sourav Ganguly: সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল বলেই জানা গিয়েছিল।

Amit Shah: শুক্রেই মুখোমুখি অমিত-সৌরভ? স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিসিসিআই সভাপতির সাক্ষাৎ ঘিরে জোর জল্পনা
ছবি: ফাইল চিত্র

Follow Us

কলকাতা: ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি নেতাকর্মীদের ২০০ আসন জিতে বাংলার মসনদ দখলের স্বপ্ন দেখিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূলের দাপটে বিজেপির বাংলা জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ২১২ টি আসন জিতে তৃতীয়বারের জন্য বাংলার ক্ষমতা ধরে রেখেছিল তৃণমূল। কাকতালীয়ভাবে আজ তৃতীয় তৃণমূল সরকারের বর্ষপূর্তির দিনে বাংলার মাটিতে পা রাখলেন অমিত শাহ। একদিকে মমতা যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সরকারি অনুষ্ঠান থেকে তৃণমূল সরকারের কাজগুলি তুলে ধরছেন, অন্যদিকে হরিদাসপুরে বিএসএফের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিধানসভা নির্বাচনের আগে পণ্ডিত অজয় চক্রবর্তী বা উস্তাদ রশিদ আলি খানের মতো বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে দেখা করেছিলেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, চলতি বঙ্গ সফরে আগামিকাল প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সঙ্গে দেখা করতে পারেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর মহারাজের বাড়িতে গিয়েই তাঁর সঙ্গে সাক্ষাৎ করতেন পারেন নরেন্দ্র মোদীর প্রধান সেনাপতি। বিজেপিরই অপর সূত্র বলছে, অমিত শাহ কলকাতার যে হোটেলে থাকবেন, সেখানে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন সৌরভ।

সম্প্রতি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। ক্রীড়াক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছিল বলেই জানা গিয়েছিল। মমতার সঙ্গে সাক্ষাতের পর অমিতের সঙ্গে সৌরভের সাক্ষাৎ হলে, তা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে জল্পনা ছড়িয়েছিল যে, সৌরভ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে পারেন। খোদ নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি তৃণমূলের ‘দিদি’-র বিরুদ্ধে ক্রিকেটের ‘দাদা’-কে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে তুলে ধরতে আগ্রহী। কিন্তু সেই জল্পনা বাস্তবায়িত হয়নি। ক্রিকেটের মাঠ ছেড়ে রাজনীতির পিচে নামতে উৎসুক ছিলেন না সৌরভ। বিধানসভা নির্বাচনের এক বছর পর অমিত-সৌরভের সাক্ষাতের সম্ভাবনা ঘিরে তাই নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে বিজেপি সূত্রে খবর, সৌরভের সঙ্গে ভারতের ক্রিকেট নিয়ে আলোচনা করতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিতের পুত্র জয় শাহ বিসিসিআই সচিব, সেই সূত্রেও অমিতের সঙ্গে সৌরভের বেশ ভাল সম্পর্ক। কিন্তু তা সত্ত্বেও রাজনৈতিক জল্পনা কমছে না। এখন অমিত-সৌরভ সাক্ষাৎ হয় কি না, সেটাই এখন দেখার।

Next Article