কলকাতা: জঙ্গি নিশানায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক রিপোর্ট দিয়ে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের দু’টি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু। রাজ্য ঢুকেছে তিন বাংলাদেশি জঙ্গি। ২৬ ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর উপর হতে পারে হামলা। রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছে গোয়েন্দা সংস্থা।
ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পেয়েই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন, তৎপরতা বাড়িয়েছে পুলিশও। রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্কও করা হয়েছে। সূত্রের খবর, গত ১৬ তারিখ গোয়েন্দা সংস্থার তরফে এই রিপোর্ট পাঠানো হয়েছে। তবে একটি নয়, পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফে। তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারকাতুল-মুজাহিদিন-বাংলাদেশ ও হিজবুত তাহিরি-র জঙ্গিরা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীরা।
গোয়েন্দারা বলছেন এই মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে কোনও জনসভায় হামলা করা হতে পারে শুভেন্দুর উপর। ইতিমধ্যেই তিনজন ট্রেনড জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। তাঁরাই শুভেন্দু যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তাঁকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু, কীভাবে হামলা সেটা স্পষ্ট। আইইডি বিস্ফোরণ থেকে শুরু করে অন্য পথে করা হতে পারে হামলা। আশঙ্কার কথা রাজ্য পুলিশের ডিজি থেকে বিভিন্ন স্তরে জানিয়েছেন গোয়েন্দারা।
এ প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এ ধরনের আঁচ আমরা আগে থেকেই পাচ্ছিলাম। ৫ অগস্ট বাংলাদেশে অরাজকতা শুরু হওয়ার পর ওপার এবং এপারের বাঙালি হিন্দুদের জন্য সোচ্চার হয়েছেন। তাই সে দেশের জঙ্গিরা যে শুভেন্দুকে হত্যার ছক করবে সেটাই স্বাভাবিক। আমরা এই আঁচ পাচ্ছিলাম। সে কথাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্যকে জানিয়েছে। কিন্তু, শেষ রক্তবিন্দু পর্যন্ত হিন্দুদের জন্য শুভেন্দু অধিকারীর লড়াই জারি থাকবে।”
কলকাতা: জঙ্গি নিশানায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরক রিপোর্ট দিয়ে রাজ্যকে সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের দু’টি জঙ্গি সংগঠনের টার্গেট শুভেন্দু। রাজ্য ঢুকেছে তিন বাংলাদেশি জঙ্গি। ২৬ ডিসেম্বরের মধ্যে শুভেন্দু অধিকারীর উপর হতে পারে হামলা। রাজ্যকে রিপোর্ট দিয়ে জানিয়েছে গোয়েন্দা সংস্থা।
ইতিমধ্যেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট হাতে পেয়েই তৎপর হয়েছে রাজ্য প্রশাসন, তৎপরতা বাড়িয়েছে পুলিশও। রাজ্যের সর্বত্র পুলিশকে সতর্কও করা হয়েছে। সূত্রের খবর, গত ১৬ তারিখ গোয়েন্দা সংস্থার তরফে এই রিপোর্ট পাঠানো হয়েছে। তবে একটি নয়, পরপর দুটি রিপোর্ট পাঠানো হয়েছে গোয়েন্দাদের তরফে। তাতে স্পষ্টভাবে লেখা রয়েছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন হারকাতুল-মুজাহিদিন-বাংলাদেশ ও হিজবুত তাহিরি-র জঙ্গিরা টার্গেট করেছে শুভেন্দু অধিকারীরা।
গোয়েন্দারা বলছেন এই মাসের ২৪ থেকে ২৬ তারিখের মধ্যে কোনও জনসভায় হামলা করা হতে পারে শুভেন্দুর উপর। ইতিমধ্যেই তিনজন ট্রেনড জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। তাঁরাই শুভেন্দু যেখানে যেখানে যাচ্ছেন সেখানে তাঁকে খুনের পরিকল্পনা করা হচ্ছে। কিন্তু, কীভাবে হামলা সেটা স্পষ্ট। আইইডি বিস্ফোরণ থেকে শুরু করে অন্য পথে করা হতে পারে হামলা। আশঙ্কার কথা রাজ্য পুলিশের ডিজি থেকে বিভিন্ন স্তরে জানিয়েছেন গোয়েন্দারা।
এ প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “এ ধরনের আঁচ আমরা আগে থেকেই পাচ্ছিলাম। ৫ অগস্ট বাংলাদেশে অরাজকতা শুরু হওয়ার পর ওপার এবং এপারের বাঙালি হিন্দুদের জন্য সোচ্চার হয়েছেন। তাই সে দেশের জঙ্গিরা যে শুভেন্দুকে হত্যার ছক করবে সেটাই স্বাভাবিক। আমরা এই আঁচ পাচ্ছিলাম। সে কথাই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা রাজ্যকে জানিয়েছে। কিন্তু, শেষ রক্তবিন্দু পর্যন্ত হিন্দুদের জন্য শুভেন্দু অধিকারীর লড়াই জারি থাকবে।”