কলকাতা: ডিসেম্বরেই চলে যাবে টাকা। বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা আবাস যোজনার উপভোক্তাদের সিংহভাগের কাছেই প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে। কারও অ্যাকাউন্টে টাকা ঢোকার মুখে। তবে ২৬ শে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ করতে হবে বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে নবান্ন।
পঞ্চায়েত দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত ৮ লক্ষ ২২ হাজারেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। লক্ষ্য রয়েছে ১২ লক্ষ। বাকিদের অ্যাকাউন্টেও এই সময়সীমার মধ্যেই প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দিতে হবে বলেই জেলায় জেলায় নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর। প্রথম কিস্তির টাকা বিলি বণ্টনের পর বাড়ি তৈরির কাজে নিয়মিত নজরদারি করতেও ব্লক স্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, চারটি পর্যায় এই নজরদারির কাজ করতে হবে গ্রাম পঞ্চায়েত স্তরের আধিকারিকদের। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারি কাজ করতে হবে। বাড়ির কাজ শুরু করার উৎসাহ দেওয়া, নির্মাণ কাজ শুরু হওয়া, ছাদ পর্যন্ত নির্মাণ কাজ হয়ে যাওয়া ও পুরো বাড়ির কাজ শেষ হওয়া। এই চারটি পর্যায়ের প্রত্যেকটি ধাপে গিয়ে সরেজমিনে হাল হকিকত খতিয়ে দেখে আসতে হবে আধিকারিকদের।