বিদ্যুৎ বিভ্রাটে বিপত্তি! প্রায় ১ ঘণ্টা পর সচল হল মেট্রো

tista roychowdhury |

Apr 02, 2021 | 8:31 PM

ব্যাহত মেট্রো পরিষেবা। বিদ্যুৎ বিভ্রাটের জেরে এই বিপত্তি।

বিদ্যুৎ বিভ্রাটে বিপত্তি! প্রায় ১ ঘণ্টা পর সচল হল মেট্রো
নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা:  বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রায় ১ ঘণ্টা অচল থাকল মেট্রো পরিষেবা (Metro)। শুক্রবার সকাল ১১ টা নাগাদ আচমকাই সেন্ট্রালে বিদ্যুৎ বিভ্রাটের জেরে সিগন্যালিং সমস্যা দেখা দেয়। থমকে যায় মেট্রো পরিষেবা। ময়দান থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপ-ডাউনে প্রায় ৫৫ মিনিট বন্ধ থাকে গাড়ি। গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সচল থাকে মেট্রো পরিষেবা। ১২ টা বেজে ১৫ মিনিটে, প্রায় এক ঘণ্টা পর সচল হয় মেট্রো পরিষেবা।

কলকাতার অফিস পাড়া জুড়ে থাকা মেট্রো স্টেশন (metro station) গুলিতেই ব্যাহত পরিষেবার জেরে ভোগান্তিতে নিত্য যাত্রীরা। চাঁদনি চক মেট্রো স্টেশনে নেটওয়ার্ক ছিল না বলেও অভিযোগ যাত্রীদের।

প্রসঙ্গত, প্রায় সাড়ে ১১ মাস পরে মেট্রোয় টোকেন ফেরার কথা ঘোষণা করে কর্তৃপক্ষ। যদিও পরে ঘোষণা করা হয়, মেট্রোতে চালু করা হবে না টোকেন। করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় যাত্রী পরিষেবা আগের মতো স্বাভাবিক করতে উদ্যত হয় মেট্রো কর্তৃপক্ষ। তারই অঙ্গ হিসেবে টোকেন ফিরিয়ে আনার পাশাপাশি মেট্রো চলাচলের সময়সীমা বাড়ানোর প্রক্রিয়াও শুরু হয়।  উত্তর-দক্ষিণ মেট্রোয় ট্রেনের সংখ্যা ২৪৪ থেকে বাড়িয়ে ২৫২ করা হয়। দক্ষিণেশ্বর থেকে আগের ৭৯টি ট্রেন বেড়ে নতুন সূচিতে ৮৫টি ট্রেন চলার কথা ঘোষণাও করা হয়। দমদম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেনের সংখ্যা ৩টি থেকে বাড়িয়ে করা হয় ৫টি। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেনের সংখ্যাও ৭৯টি থেকে বাড়িয়ে ৮৭টি করা হয়।

আরও পড়ুন: ভয়াবহ হচ্ছে পরিস্থিতি, এক তলা থেকে আগুন দোতলায়, বাড়ল ইঞ্জিনের সংখ্যা

Next Article