Abhishek Banerjee : ‘একটাও ভুল ধরতে পারেনি কেন্দ্রীয় টিম’, তোপ অভিষেকের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Feb 04, 2023 | 7:44 PM

Abhishek Banerjee : অভিষেকের দাবি, বাংলায় জিততে পারেনি বলে প্রতিশোধ নিচ্ছে বিজেপি।

Abhishek Banerjee : ‘একটাও ভুল ধরতে পারেনি কেন্দ্রীয় টিম’, তোপ অভিষেকের

Follow Us

কলকাতা : আবাস যোজনায় লাগাতার দুর্নীতির অভিযোগ থেকে মিড ডে মিলের (Mid Day Meal) খাবারের গুণমান নিয়ে প্রশ্ন, দফায় দফায় উত্তাল হয়েছে বাংলার রাজ্য-রাজনীতি। বিরোধীদের অভিযোগ, আবাসে সিংহভাগ ক্ষেত্রেই ঘর পাচ্ছেন তৃণমূল ঘনিষ্ঠরা। তালিকা তৈরিতেও প্রভাব খাটাচ্ছে ঘাসফুল শিবির। অন্যদিকে মিড ডে মিলে পড়ে রয়েছে সাপ, ব্যাঙ, টিকটিকি, পোকামাকড়, রাজ্যের নানা প্রান্ত থেকে লাগাতার উঠে এসেছে এই ছবি। যা নিয়ে শিক্ষামহলেও বেড়েছে চাপানউতর। আবাসে যোজনা থেকে মিড ডে মিল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে ইতিমধ্যেই বাংলায় পা রেখেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। তাঁদের কাছে পেয়ে অভাব-অভিযোগের কথা শুনিয়েছে বাংলার মানুষ। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee) দাবি, “কোনও ভুলই ধরতে পারেনি কেন্দ্রীয় টিম।” এদিন কেশপুরের সভামঞ্চ থেকে এ কথা বলতে দেখা যায় অভিষেককে। 

লাগাতার তোপ দাগেন পদ্ম শিবিরের উদ্দেশেও। এমনকী পঞ্চায়েত ভোটের দিকনির্দেশের পাশাপাশি চব্বিশের লোকসভা নিয়েও এদিন মঞ্চ থেকে বড় বার্তা দিতে দেখা গেল তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডকে। দলীয় কর্মীদের উদ্দেশে অভিষেকের স্পষ্ট বার্তা, “ঘাটাল লোকসভা এবং মেদিনীপুর লোকসভা দুটোতেই তিন লক্ষের ব্যবধানে তৃণমূল প্রার্থীদের জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে।” তাঁর দাবি, বাংলায় বিজেপির ক্ষমতা যত বেড়েছে ততই মানুষের পেটে আঘাত লেগেছে। বিজেপিকে একহাত নিয়ে অভিষেক বলেন, “২০১৪ থেকে ২০১৯, বিজেপি বাংলার মানুষকে শোষিত, নিপীড়িত, অত্যাচারিত করে রাখতে পারেননি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আপনারা শক্তিশালী করেছিলেন। তৃণমূল কংগ্রেসকে ৩৪টা আসনে জিতিয়েছিলেন। উনিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের ৩৪টা সাংসদ কমে হল ২২। বিজেপির সাংসদ সংখ্যা বাড়ল। বিজেপি যত ক্ষমতা বৃদ্ধি হয়েছে বাংলার মানুষের পেটে আঘাত লেগেছে।”  

ক্ষোভ প্রকাশ করেন বাংলা আবাস যোজনার টাকা বন্ধ, একশো দিনের টাকা বন্ধ নিয়ে। অভিষেকের দাবি, বাংলায় জিততে পারেনি বলে প্রতিশোধ নিচ্ছে বিজেপি। আর সে কারণেই ১৭ লক্ষ পরিবারের টাকা ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হচ্ছে। অভিষেক আরও বলেন, “দিল্লি থেকে চারদিন অন্তর অন্তর টিম পাঠাচ্ছে ভুল ধরার জন্য। একটাও ভুল ধরতে পারেনি। আমি বুক ঠুকে বলে যাচ্ছি ১১ লক্ষ মানুষ, যাঁদের বাড়ি নেই, মাথার উপর ছাদ নেই, বাড়ি করার জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা দরকার যাঁর মধ্যে চল্লিশ হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে। সেই টাকা ইচ্ছাকৃতভাবে গায়ের জোরে ওরা আটকে রেখেছে। এর জবাব আপনারা পঞ্চায়েত ভোটে দেবেন কী দেবেন না?” 

Next Article