কলকাতা: আবাস যোজনা (Awas Yojana) প্রকল্পের আওতায় জমিহীন উপভোক্তাদের সুবিধা প্রদানের ক্ষেত্রে সময়সীমার মেয়াদ বাড়ল কেন্দ্র। আবাস প্লাস (Awas Plus) প্রকল্পের আওতায় এমন অনেক উপভোক্তা রয়েছেন, যাঁদের নাম তালিকায় রয়েছে, কিন্তু তাঁদের বাড়ি তৈরির জন্য জমি নেই। মূলত এই ধরনের উপভোক্তাদের কথা ভেবেই মেয়াদে ছাড়ের সুবিধা দেওয়া হচ্ছে। পূর্বের সূচি অনুযায়ী, মেয়াদ ছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত। এবার তা আরও তিন মাস বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে। এই সময়ের মধ্যে রাজ্যগুলি যাতে জমিহীন উপভোক্তাদের পাট্টা বিলি করে, সেই নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রে তরফে।
সেই মতো ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে অতি সত্বর তাঁদের জমি আছে কি না খতিয়ে দেখে পাট্টা বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের বেশ কয়েক দফা বিধি মেনে মঙ্গলবার পর্যন্ত প্রায় ১৫ লাখের বেশি উপভোক্তাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বাদ দিতে হয়েছে। সূত্রের খবর, ২০২২-২৩ অর্থবর্ষে এই যোজনায় প্রাথমিকভাবে প্রায় ৫৬ লাখ মানুষ নাম নথিভুক্ত করেছিলেন। কিন্তু নিয়ম অনুযায়ী, যাঁদের নাম গ্রহণযোগ্য নয়, এমন প্রায় পাঁচ লাখ উপভোক্তাকে প্রথমেই তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। পরে সেই তালিকা সংশোধন করতে গিয়ে আরও প্রায় ১০ লাখ উপভোক্তাকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে আবার অনেকের জমি নেই। এই সমস্যা দূর করে ভূমিহীন যোগ্য উপভোক্তাদের প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রকল্পের মেয়াদ ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ মার্চ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটি চালু করা হয়েছিল ২০১৫ সালে। কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় আসার পর দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য পাকা বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আবাস প্লাস প্রকল্পটি হল এই আবাস যোজনারই একটি সংযোজিত অংশ। সম্প্রতি রাজ্যে আবাসের তালিকা নিয়ে বিভিন্ন বেনিয়মের অভিযোগ উঠে এসেছে। আবাস প্লাসের তালিকা যাচাইয়ের কাজ চলেছে জেলায় জেলায়, গ্রামে গ্রামে। সেই সংশোধিত তালিকা তৈরির সময়েও এক এক জায়গায় এক এক অভিযোগ, অসন্তোষ। আর এরই মধ্যে জমিহীন উপভোক্তাদের জন্য আবাস যোজনার সুবিধার মেয়াদ আরও তিন মাস বাড়াল কেন্দ্র।