কলকাতা: আবাস যোজনার (Awas Yojana) কাজ কেমন এগোচ্ছে? তা সরেজমিনে খতিয়ে দেখতে বিশেষ পরিদর্শক দল পাঠাচ্ছে কেন্দ্র। জানুয়ারির প্রথম সপ্তাহেই রাজ্যে আসছে কেন্দ্রীয় পরিদর্শক দল (Central Team)। কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্যের পঞ্চায়েত দফতরকে এই নিয়ে ইতিমধ্য়েই চিঠি দিয়ে জানানো হয়েছে বিষয়টি। রাজ্যে আসছেন ছয়জন কেন্দ্রীয় আধিকারিকের প্রতিনিধি দল। দুটি দলে ভাগ হয়ে তাঁরা দুটি পৃথক জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ)-র বাড়ির কাজ পরিদর্শন করবেন। প্রতিটি দলে থাকবেন তিনজন করে আধিকারিক। যে দুটি জেলা কেন্দ্রীয় দল ঘুরে দেখতে, সেগুলি হল পূর্ব মেদিনীপুর ও মালদা। কেন্দ্রের তরফে চিঠিতে কোন কোন আধিকারিক কোন জেলায় যাবেন, তাও জানিয়ে দেওয়া হয়েছে।
কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, গরিব মানুষদের যাঁরা বঞ্চিত করেছেন, তাঁদের জেলে পাঠানো দরকার।
I welcome the decision of @MoRD_GoI Minister Shri @girirajsinghbjp Ji to depute Central Teams; comprising of competent Senior Level Officers for field inspection of Pradhan Mantri Awas Yojana Gramin (PMAY-G) houses in WB. Corrupt thieves who deprived the poor need to be jailed. pic.twitter.com/Lg1iTFLZLj
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 4, 2023
এদিকে নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজ্যের তরফে পূর্ণ সহযোগিতা করা হবে। প্রসঙ্গত, কেন্দ্রের তরফে পাঠানো ওই চিঠিতে রাজ্যকে জানানো হয়েছে, কেন্দ্রীয় পরিদর্শক দলের চূড়ান্ত সফরসূচি পৃথকভাবে জানিয়ে দেওয়া হবে। রাজ্যের তরফে যাতে কেন্দ্রীয় দলের পরিদর্শনের বিষয়টি সংশ্লিষ্ট জেলা আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়, এবং কেন্দ্রীয় পরিদর্শকদের প্রয়োজনীয় সাহায্য করা হয়, সেই অনুরোধ করা হয়েছে। রাজ্যে আবাসের তালিকা নিয়ে যখন একের পর এক অভিযোগ উঠছে, সেই সময় কেন্দ্রীয় পরিদর্শক দলের রাজ্যে আসা স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।