Chadni Chowk Fire: দীপাবলির আগেই চাঁদনি চকে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, সরানো হয়েছে বাসিন্দাদের

সুজয় পাল | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 11, 2023 | 12:12 PM

Chadni Chowk Fire: দমকল কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতেও দেরি হয় এলাকায়।  

Chadni Chowk Fire: দীপাবলির আগেই চাঁদনি চকে আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা, সরানো হয়েছে বাসিন্দাদের
চাঁদনি চকে আগুন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  দীপাবলির আগে কলকাতায় অগ্নিকাণ্ড। চাঁদনি চকের একটি বহুতলে আগুন লেগেছে। শেষ পাওয়া খবর পর্যন্ত,  ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশপাশের বহুতল থেকে বাসিন্দাদের ছড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে।

KEY HIGHLIGHTS

  1. শনিবার সকালে ৯ নম্বর ম্যাডান স্ট্রিট এলাকায় আগুন লেগেছে। কী কারণে আগুন, তা এখনও স্পষ্ট নয়। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ।
  2. প্রথমে স্থানীয় বাসিন্দারা বহুতলের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেছিলেন। প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নেভানোর কাজ করেন। ততক্ষণে খবর যায় দমকলে।
  3. দমকল কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের ইঞ্জিন ঢুকতেও দেরি হয় এলাকায়।
  4. চাঁদনি এলাকায় সরু গলিতে ঠাসা দোকান। কোনওভাবে একটি দোকানে আগুন লাগলে, বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
  5. বহুতল খালি করতে মাইকিং করছে পুলিশ। দোকানে যাতে আগুন না ছড়িয়ে পড়ে, তারই চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী।
  6. অক্সিজেন সিলিন্ডার নিয়ে মাস্ক পরে বহুতলের ভিতরে ঢোকার চেষ্টা করছেন দমকলকর্মীরা।
  7. প্রসঙ্গত, গত সেপ্টেম্বরেও চাঁদনি চকে আগুন লেগেছিল। চাঁদনি চক মার্কেট সংলগ্ন একটি বহুতল ভবনে আগুন লাগে।
Next Article