Chancellor Bill: মমতাকে করতে হবে আচার্য, আদালতে যাচ্ছেন ওমপ্রকাশরা

Aritra Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Oct 13, 2023 | 5:56 PM

Chancellor Bill: অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি দফতরগুলির অধীনে যে সব বিশ্ববিদ্যালয় রয়েছে, সেগুলির ক্ষেত্রেও যাতে মুখ্যমন্ত্রীকেই আচার্য পদে বসানো হয়, সেই প্রস্তাব দেওয়া হয়েছিল।

Chancellor Bill: মমতাকে করতে হবে আচার্য, আদালতে যাচ্ছেন ওমপ্রকাশরা
Assembly Mamata Banerjee

Follow Us

কলকাতা: আচার্য বিল পাশ হয়ে গিয়েছে। তবুও তা আটকে। অপেক্ষা কেবল রাজ্যপালের সইয়ের। এই বিষয়টি এবার আদালতে মেনশন করতে চলেছেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। রয়েছেন আরও অধ্যাপকগণ। গোটা প্রক্রিয়াটি শুরু হয়েছে।

রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত আগেই গৃহীত হয়ে গিয়েছিল। গত বছর জুন মাসে বিধানসভাতেও পাশ হয়ে যায়। বিশেষ অধিবেশনে এই বিল পেশ করা হয়। প্রস্তাবের পক্ষে সমর্থন করে ভোট দিয়েছিলেন ১৮২ জন বিধায়ক, আর বিপক্ষে ভোট দেন ৪০ জন। বিল পাশ হওয়ার পর রাজ্যপাল সই করলে, তবেই তা কার্যকর হয়।

এই বিলের ক্ষেত্রে সেই জায়গাটিতেই বিষয়টি আটকে গিয়েছে। অর্থাৎ রাজ্যপাল এখনও তাতে সই করেননি। ফলে আচার্য বিল এখনও আটকে। রাজ্যের তরফ থেকে অভিযোগ করা হয়, রাজ্যপালের কাছে এরকম একাধিক বিল আটকে রয়েছে।

এই বিল আইনে পরিণত হলে, রাজ্যপালের বদলে বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হবেন মুখ্যমন্ত্রী। এই সিদ্ধান্তে আগেই সিলমোহর দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি, সরকারি দফতরগুলির অধীনে যে সব বিশ্ববিদ্যালয় রয়েছে, সেগুলির ক্ষেত্রেও যাতে মুখ্যমন্ত্রীকেই আচার্য পদে বসানো হয়, সেই প্রস্তাব দেওয়া হয়েছিল।

তবে উল্লেখ্য, প্রথম থেকেই এই বিলের বিরোধিতা করেছিলেন বিজেপি বিধায়করা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কখনও আচার্য হতে পারবেন না।

Next Article