College Professor: কলেজের অধ্যাপকরা এবার পড়াতে যাবেন স্কুলে, কবে থেকে?

সুমন মহাপাত্র | Edited By: জয়দীপ দাস

Oct 13, 2023 | 9:26 PM

College Professor: এই ২০টি হাবের অধীনে ১০৩ স্পোক শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। যার মধ্যে আবার স্কুল, কলেজ দুই থাকতে পারে বলে জানা যাচ্ছে। রাজ্য শিক্ষানীতি অনুযায়ী, বিদ্যালয়ের পড়ুয়াদের উচ্চশিক্ষার পাঠের ধারণা আগেভাগেই দিতে এই উদ্যোগ।

College Professor: কলেজের অধ্যাপকরা এবার পড়াতে যাবেন স্কুলে, কবে থেকে?
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: লাগু হয়েছে নয়া শিক্ষানীতি (New Education Policy)। ভোল বদলাতে চলছে উচ্চশিক্ষার। এরইমধ্যে এবার কলেজের অধ্যাপকরা পড়াতে যাবেন স্কুলে। ঠিক হয়েছে এমনই। তার জন্য সব জেলাশাসকদের সঙ্গে বৈঠক সারলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। দ্রুতই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে খবর। জেলাভিত্তিক ক্লাস্টার গড়ছে শিক্ষা দফতর। প্রত্যেকটি জেলায় থাকবে মোটের উপর একটি করে হাব। গোটা রাজ্যে ২০টি হাব তৈরি হয়েছে বলে সূত্রের খবর। কোনও বড় কলেজ বা স্কুলকে এই হাব হিসাবে বেছে নেওয়া হবে বলে জানা যাচ্ছে। জেলাভিত্তিক স্তরে এখান থেকেই গোটা প্রক্রিয়াটা চলবে বলে খবর। এই হাব কলেজ থেকে পরিচালিত হবে স্কুল ও ওই এলাকার কলেজ।

এই ২০টি হাবের অধীনে ১০৩ স্পোক শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। যার মধ্যে আবার স্কুল, কলেজ দুই থাকতে পারে বলে জানা যাচ্ছে। রাজ্য শিক্ষানীতি অনুযায়ী, বিদ্যালয়ের পড়ুয়াদের উচ্চশিক্ষার পাঠের ধারণা আগেভাগেই দিতে এই উদ্যোগ। এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গবেষণা থেকে ইন্টার্নশিপ, সব ক্ষেত্রেই ক্লাস্টারের ভিত্তিতে Student Exchange প্রোগ্রাম করবে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, স্কুলগুলি। শিক্ষা দফতরের সঙ্গে গোটা প্রক্রিয়াটির সমন্বয় সাধন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা শাসকেরা।

এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে স্কুলগুলির সমন্বয় সাধন করতেই এই উদ্যোগ। আজ জেলাশাসকদের সঙ্গে কথা হয়েছে। সমন্বয় সাধনের কাজটা জেলাশাসকরাই করবেন। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখবে শিক্ষা দফতর। তাঁদের পারস্পারিক বোঝাপড়ার মধ্য দিয়ে গোটা প্রক্রিয়াটি এগিয়ে যাবে।

Next Article