Chandipur CBI: চণ্ডীপুরে কনভয় কাণ্ডে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 08, 2023 | 11:10 AM

Chandipur CBI: আগামী বুধবার এই মামলার শুনানি। গত ৪ মে চণ্ডীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। গত বৃহস্পতিবার চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পারাপার করছিলেন শেখ ইসরাফিল নামে ওই যুবক। সেখানেই দুর্ঘটনাটি ঘটে।

Chandipur CBI: চণ্ডীপুরে কনভয় কাণ্ডে CBI তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু
হাইকোর্টে শুভেন্দু

Follow Us

কলকাতা: চণ্ডীপুর কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চণ্ডীপুরে কনভয়ের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘিরে বিতর্ক বেঁধেছে। সেই মামলায় রবিবার তদন্তভার হাতে নেয় সিআইডি। এবার রাজ্যের ঘাড়েই কিছুটা দায় ঠেলে এই দুর্ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়ার আর্জি জানিয়ে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা করেন শুভেন্দু। তিনি অভিযোগ করেছেন, যে রুটে কনভয় যাচ্ছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য। আগামী বুধবার এই মামলার শুনানি। গত ৪ মে চণ্ডীপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। গত বৃহস্পতিবার চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পারাপার করছিলেন শেখ ইসরাফিল নামে ওই যুবক। সেখানেই দুর্ঘটনাটি ঘটে।

অভিযোগ, শুভেন্দু অধিকারীর কনভয় যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। বিষয়টি নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। সরব হন স্থানীয় বাসিন্দারা। পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। প্রতিবাদে দিঘাগামী ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা।

জল গড়ায় অনেক দূর। এরপর অবশ্য ওই কনভয়ের ড্রাইভার আনন্দকুমার পাণ্ডে আত্মসমর্পণ করেন চণ্ডীপুর থানায়। গাড়িটিকেও বাজেয়াপ্ত করে পুলিশ। দুর্ঘটনায় তদন্তের স্বার্থে চণ্ডীপুর থানার পুলিশ শুভেন্দু অধিকারীর কনভয়ের চার জনকে নোটিস পাঠায়। বিরোধী দলনেতার দফতর সূত্রে দাবি, যে গাড়িটির বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগ উঠেছে, সেটি বুলেটপ্রুফ গাড়ি। সেই কারণেই সাধারণ গাড়ির তুলনায় সেটি বেশি ভারী। ওই গাড়ি কনভয়ের থেকে অন্তত দুই থেকে আড়াই কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলে। তিন দিন পর দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক টিম। রবিবার সেই ঘটনার তদন্তভার হাতে নেয় সিআইডি।

Next Article