সারদা মামলায় নয়া মোড়, জেল থেকে লেখা সুদীপ্ত সেনের চিঠি সিবিআইয়ের হাতে

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: tista roychowdhury

Feb 26, 2021 | 5:08 PM

কিছুদিন আগেই প্রকাশ্যে আসে সুদীপ্ত সেনের (Sudipta Sen) লেখা একটি চিঠি। আর সেই চিঠিতে রয়েছে একাধিক রাজনৈতিক নেতার নাম।

সারদা মামলায় নয়া মোড়, জেল থেকে লেখা সুদীপ্ত সেনের চিঠি সিবিআইয়ের হাতে
ফাইল ছবি।

Follow Us

কলকাতা: সারদা মামলায় নয়া মোড়। জেল থেকে লেখা সুদীপ্ত সেনের (Sudipta Sen) চিঠি তুলে দেওয়া হল সিবিআইয়ের (CBI) হাতে। সারদা মামলার তদন্তে সুদীপ্ত সেনের লেখা ওই চিঠি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই এমন নির্দেশ দেওয়া হয়েছে।

কিছুদিন আগেই প্রকাশ্যে আসে সুদীপ্ত সেনের লেখা একটি চিঠি। আর সেই চিঠিতে রয়েছে একাধিক রাজনৈতিক নেতার নাম। ১৮ পাতার এই চিঠি সুদীপ্ত সেন জেল থেকে লিখেছিলেন বলে জানা যায়। যদিও সেই চিঠি আদৌ সুদীপ্ত সেনের লেখা কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই। শুক্রবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন যাতে চিঠি তদন্তে যুক্ত করতে পারে সিবিআই।

প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে লেখা ওই চিঠিতে বিরোধী দলে একাধিক নেতার নাম। নাম রয়েছে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর। সুজন চক্রবর্তী ও অধীর চৌধুরীর নামও রয়েছে সেখানে। এরা প্রত্যেকে সুবিধা নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী এই চিঠি পেশ করেছিলেন ব্যাংকশাক কোর্টে। কুণাল ঘোষ আগেই দাবি করেছিলেন, সুদীপ্তর চিঠি তদন্তে অন্তর্ভুক্ত করা হোক।

শুক্রবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বলেন, মামলাটি নিয়ে যেহেতু পরবর্তী পর্যায়ের তদন্ত চলছে তাই এই চিঠি তদন্তে অন্তর্ভুক্ত করা যেতে পারে। এরপর সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয় ওই চিঠি।

আরও পড়ুন: মমতার বাড়িতে বিশাল যজ্ঞের আয়োজন, আহুতিতে অভিষেক

শুভেন্দু, সুজন, অধীরের মতো নেতারা কীভাবে বিভিন্ন সময়ে টাকা নিয়েছিলেন সেই নিয়ে বর্ণনাও ছিল চিঠিতে। যা প্রকাশ্যে এনেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এই চিঠি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল। যেহেতু সুদীপ্ত সেন সারদা মামলার মূল চরিত্র, তাই তাঁর লেখা এই চিঠি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আবেদন জানিয়েছিলেন কুণাল ঘোষ।

Next Article