CM Mamata Banerjee: ‘নিজেদের মতো করে সবাই বিষয়টা বুঝে নিন’, বৈঠকে কেন মন্ত্রীদের বললেন মমতা?
CM Mamata Banerjee: গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ২০১০ সাল থেকে ৭৭টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়।

কলকাতা: তড়িঘড়ি ওবিসি (OBC) তালিকা প্রস্তুতি নিয়ে সোমবারও কলকাতা হাইকোর্টের তোপের মুখে পড়তে হয়েছে রাজ্যকে। এরই মধ্যে এবার এই ইস্যুতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের বিভিন্ন কাজকর্মের জন্য অন্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র তালিকা নিয়ে জনমানসে ভুল বার্তা যাচ্ছে। তাই এই ইস্যুতে মন্ত্রীদের কী করনীয় সেই বার্তাই দিয়েছেন মমতা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের আগে বিধানসভায় বক্তৃতা দেন মমতা। সেখানেও ওবিসি তালিকা নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এরপর মন্ত্রিসভার বৈঠক হয়। সূত্রের খবর, সেই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের বলেছেন, “ওবিসি নিয়োগ নিয়ে বিরোধীদের জন্য ভুল বার্তা যাচ্ছে। নিজেদের মতো করে সবাই বিষয়টা বুঝে নিন।” একই সঙ্গে সব বিধায়কের রথের দিন নিজের এলাকায় থেকে রথযাত্রা উদযাপন করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ ২০১০ সাল থেকে ৭৭টি সম্প্রদায়কে দেওয়া ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয়। প্রায় ১২ লক্ষ শংসাপত্র বাতিল করা হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। তবে হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। এরপর নদী থেকে বয়ে গিয়েছে জল। মামলা-মোকদ্দমা এখনও চলছে। কিন্তু OBC ইস্যু তে মুখ্যমন্ত্রী কড়া অবস্থান নিচ্ছেন সেই বিষয়টি এ দিনের বৈঠকে আরও একবার বুঝিয়ে দিয়েছেন তিনি।





