CM Mamata Banerjee: ‘তোমরা দুষ্টুমি করো বলে কেটে দিয়েছে’, সাংবাদিকদের সঙ্গে খুনসুটি মমতার

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

May 04, 2023 | 6:09 PM

CM Mamata Banerjee: প্রসঙ্গত, এদিন মালদা জেলায় ৭৪ কোটি ৭২ লক্ষ টাকার ২৪ টি প্রকল্পের উদ্বোধন করেন মমতা। পাশাপাশি ৫৩ কোটি টাকা ব্যয়ে ৫৬টি প্রকল্পের উদ্বোধনও করেন।

CM Mamata Banerjee: ‘তোমরা দুষ্টুমি করো বলে কেটে দিয়েছে’, সাংবাদিকদের সঙ্গে খুনসুটি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়

Follow Us

মালদা: সরাইঘাট এক্সপ্রেসে চেপে গত রাতেই পৌঁছে গিয়েছিলেন মালদায় (Malda)। মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) সভা ঘিরে সাজ সাজ রব জেলার প্রশাসনিক মহলে। বৃহস্পতিবার মালদা অডিটোরিয়ামে নির্ধারিত সময়ে প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকেও বসেন তিনি। জেলার উন্নয়ন যজ্ঞের কাজ কীভাবে সম্পন্ন হচ্ছে তার খতিয়ান দিতে শুরু করেছেন জেলা মালদা ও মুর্শিদাবাদের প্রশাসনের কর্তারা। মনে দিয়ে সেসব শুনছেন মমতা। জঙ্গীপুরে নতুন হাসপাতাল তৈরি নিয়েও অরিজিৎ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় মমতা। সবই ঠিকঠাক ছিল। কিন্তু, আচমকা দূর থেকে একটা শোরগোল শোনা গেল। সেদিক সজাগ দৃষ্টি মমতার। ততক্ষণে কথা বলে থামিয়ে দিয়েছেন মমতা। মুখে কৌতূহল। জানার চেষ্টা করলে ঠিক কী হয়েছে! 

কৌতূহলী দৃষ্টিতে দর্শকাশনের সামনের দিকে তাকিয়ে মঞ্চে থাকা অন্যান্য কর্তাব্যক্তিরাও। সকলেই চোখ তখন প্রেস স্ট্যান্ডের দিকে। কিছু একটা হয়েছে। খানিক পরেই বোঝা গেল সবটা। ভিজ্যুয়াল এলেও অডিও পাচ্ছিলেন না সংবাদিকরা। তার ফলে সমস্যা হচ্ছে সম্প্রচারে। চেঁচিয়ে সে কথাই তাঁরা জানানোর চেষ্টা করছেন মমতাকে। কয়েকজন তো চেঁচিয়ে বলেই ফেললেন, ‘শোনা যাচ্ছে না দিদি।’ 

তবে তাঁর কৌতূহলী দৃষ্টি ছেড়ে ততক্ষণে মমতার মুখে ফুটেছে হাসি। খানিক সরস ভঙ্গিতেই আচমকা মমতা বলে ওঠেন, শোনা যাচ্ছে না? নাকি তোমরা দুষ্টুমি করো বলে কেটে দিয়েছে!” এরপরেই দায়িত্বপ্রাপ্তদের খানিক ধমকের সুরে বলেন, “দেখো দেখো ওদেরটা যাতে শোনা যায়। এতক্ষণ তো তাহলে যা বলা হল কিছুই তো শোনা গেল না। কোনও ভ্যালুই রইল না। কে করেছেন এই কানেকশন?” মমতার কথা শুনে তখন রীতিমতো শোরগোল শুরু হয়ে গিয়েছে অডিটোরিয়ামে। প্রসঙ্গত, এদিন মালদা জেলায় ৭৪ কোটি ৭২ লক্ষ টাকার ২৪ টি প্রকল্পের উদ্বোধন করেন মমতা। পাশাপাশি ৫৩ কোটি টাকা ব্যয়ে ৫৬টি প্রকল্পের উদ্বোধনও করেন। 

Next Article