Doctors Meeting: মহাষষ্ঠীতেই স্বাস্থ্য ভবনে বৈঠক, ১ ঘণ্টা সময় দিয়ে ডাক্তারদের মেইল পাঠালেন মুখ্যসচিব
Doctors Meeting: লাগাতার অনশন চলছে ধর্মতলায় মেট্রো চ্যানেলে। শুরু হয়েছে বিশেষ পরিক্রমা কর্মসূচি। এরই মধ্যে বৈঠকের ডাক। 'আশা নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছি।' জানালেন জুনিয়র চিকিৎসকরা।
কলকাতা: ষষ্ঠীতে প্রতিবাদে মুখর তিলোত্তমা। চিকিৎসকদের অনশন মঞ্চে উপস্থিত হয়েছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা। তাঁদের পরিক্রমা কর্মসূচি ঘিরে উত্তাল হয়েছে রাজপথ। এরই মধ্যে ডাক্তারদের কাছে এল মেইল। বুধবার অর্থাৎ ষষ্ঠীর দিনই বৈঠকে বসতে চান মুখ্যসচিব। স্বাস্থ্য ভবনে সেই বৈঠকের কথা জানিয়ে মেইল করা হয়েছে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বৈঠক ডাকা হয়েছে। মেইল পাঠানো হয় তার ঠিক এক ঘণ্টা আগে। কেন মাত্র ১ ঘণ্টার নোটিসে ডাকা হল, তা নিয়ে প্রশ্ন তুলছেন চিকিৎসকেরা।
তবে মুখ্যসচিবের আহ্বানে সাড়া দিয়ে স্বাস্থ্য ভবনে যাচ্ছেন চিকিৎসকেরা। মেইলে জানানো হয়েছে, মুখ্যসচিবের নেতৃত্বে যে টাস্ক ফোর্স গঠন হয়েছে, তার প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চান তিনি। ৮ থেকে ১০ জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে।
অনশন মঞ্চ থেকে আন্দোলনরত চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা বৈঠকে যোগ দেবেন। ১০ দফাতে দাবি এখনও অনড় চিকিৎসকেরা। সেই বিষয়ে কথা বলবেন মুখ্যসচিবের সঙ্গে। তবে কতজন প্রতিনিধি যাবেন, তা ঠিক করতে জিবি বৈঠক করছেন ডাক্তাররা।
এদিকে, চিকিৎসকদের ‘পরিক্রমা’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। আটকে দেওয়া হয়েছে ম্যাটাডোর। এই অভিযোগ ঘিরে উত্তাল হয় ধর্মতলা চত্বর। পুলিশের বিরুদ্ধে গাড়ি আটকে কৃত্রিমভাবে যানজট তৈরি করার অভিযোগও উঠেছে। যদিও পরে ‘পরিক্রমা’ কর্মসূচি শুরু হয়। দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজো মণ্ডপে গিয়ে লিফলেট বিলি করার পরিকল্পনা রয়েছে আন্দোলনকারী চিকিৎসকদের।