কলকাতা: একদিকে অ্যাডিনো ভাইরাসের কোপ, হাসপাতালে হাসপাতালে বেডের অভাব সামনে আসছে, এরই মধ্যেই বিসি রায় শিশু হাসপাতালের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। অসুস্থ শিশুর নাকে লাগানো অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল! এর কিছুক্ষণের মধ্যেই শিশুর মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বিসি রায় হাসপাতাল চত্বর। পরিবারের দাবি, এদিন দুপুরেই হাসপাতালের গাফিলতিতে মৃত্যু হয়েছে ওই শিশুর। কিন্তু হাসপাতালে কর্তৃপক্ষ সন্ধ্যা নাগাদ মৃত্যুর খবর দিয়েছিল বলেও অভিযোগ পরিবারের।
জ্বর নিয়ে গত ২২ তারিখ হাসপাতালে ভর্তি করানো হয় ওই ২ বছরের শিশুকে। অক্সিজেনের সাহায্যেই চিকিৎসা চলছিল বলে পরিবারের তরফে জানানো হয়েছে। পরিবারের অভিযোগ, অক্সিজেন শেষ হয়ে যাওয়ার পর সঠিক সময় অক্সিজেন রিফিল করা হয়নি, তার জেরেই মৃত্যু হয়েছে ২ বছরের শিশুর। ওই পরিবার উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা।
মঙ্গলবার দুপুরে শিশুর জামাকাপড় বদলে দেওয়ার জন্য হাসপাতালের ঘরে প্রবেশ করেন শিশুর আত্মীয়রা। অভিযোগ, তখনই দেখা যায় অক্সিজেন শেষ হয়ে গিয়েছে, খোলা রয়েছে নলটি। এই দৃশ্য দেখে তড়িঘড়ি নার্স বা চিকিৎসকদের ডাকতে থাকেন তাঁরা। তখন আবার নল লাগিয়েও দেওয়া হয়। পরে সন্ধ্যায় জানানো হয় শিশুর মৃত্যু হয়েছে।
এখনও পর্যন্ত হাসপাতালের তরফ মৃত্যর আসল কারণ জানানো হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। উল্লেখ্য, শনিবার রাতেও বি সি রায় হাসপাতালে ২ মাসের শিশুর মৃত্যু হয়েছিল, সেই পরিবারেরও অভিযোগ ছিল চিকিৎসায় গাফিলতির।
এদিকে, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দুই শিশুরই নিউমোনিয়া ছিল। গত তিন দিনে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে বিসি রায় হাসপাতালে মৃত্যু হয়েছে হরিণঘাটার একটি শিশু। জ্বর ও শ্বাসকষ্ট নিয়েই মৃত্যু হয়েছে ওই শিশুর। মধ্যমগ্রামের ৬ মাসের শিশুকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। পরিবার সূত্রে খবর, প্রথমে আরজি করে ভর্তি ছিল ওই শিশু। সুস্থ বলে ছেড়ে দেওয়ার পর, বাড়িতে গিয়ে ফের অসুস্থ হয়ে পড়ায় কলকাতা মেডিক্যালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ওই শিশুর মৃত্যু হয়।