Child Death: ফের শহরের একই হাসপাতালে একই দিনে দুই শিশুর মৃ্ত্যু, উদ্বিগ্ন রাজ্য সরকার

Sourav Dutta | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 01, 2023 | 10:23 AM

Child Death: চিকিৎসকরা জানিয়েছেন , নিউমোনিয়ার জেরেই মৃত্যু। বারাসতের নবপল্লির ৭ নম্বর ওয়ার্ডের এক মহিলা রবিবার সন্তানের জন্ম দেন।

Child Death: ফের শহরের একই হাসপাতালে একই দিনে দুই শিশুর মৃ্ত্যু, উদ্বিগ্ন রাজ্য সরকার
বিসি রায় হাসপাতালে আবারও শিশু মৃত্যু

Follow Us

কলকাতা: ফের রাজ্যে শিশুমৃত্যু। উপসর্গ সেই জ্বর ও শ্বাসকষ্ট। বুধবার বিসি রায় শিশু হাসপাতালে (B C Roy Hospital) মৃত্যু হল আরও ২ শিশুর (Child Death)। মৃত্যু হয়েছে চার বছরের একটি শিশুর। গোবরডাঙা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল শিশুটি। পরে তার শ্বাসকষ্টের সমস্যা হয়। প্রথমে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ তারিখ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটিকে ভেন্টিলেশনে দেওয়া হয়। সেখান থেকে বারও করা হয়। বুধবার ভোর ৪.৫৫ মিনিট নাগাদ মৃত্যু হয় শিশুটির। চিকিৎসকরা জানিয়েছেন , নিউমোনিয়ার জেরেই মৃত্যু। বারাসতের নবপল্লির ৭ নম্বর ওয়ার্ডের এক মহিলা রবিবার সন্তানের জন্ম দেন। বারাসত হাসপাতালে জন্ম হয় তার। ওই দিনই ফুলবাগান শিশু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। প্রচণ্ড শ্বাসকষ্টের সমস্যা ছিল শিশুটির। প্রচন্ড শ্বাস কষ্ট ছিল। ভেন্টলেশিনে ছিল।
প্রসঙ্গত, মঙ্গলবারই জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩ শিশুর। হাসপাতাল সূত্রে খবর, দুই শিশুরই নিউমোনিয়া হয়েছে। গত তিন দিনে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে বিসি রায় হাসপাতালে মৃত্যু হয়েছে হরিণঘাটার একটি শিশু। মৃত্যু হয় নদিয়ার হরিণঘাটা ও হাওড়ার উদয়নারায়ণপুরের একটি শিশুর।

চিকিৎসকরা বলছেন, ৩ মাস থেকে ২ বছর বয়স পর্যন্ত শিশুরা অ্যাডিনো ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের তরফে আরও একটি বৈঠক করা হয়েছে। ইতিমধ্যেই নবান্নে স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যাডিনোয় উদ্বেগে রাজ্য সরকারও। করোনা সতর্কীকরণের মত যুদ্ধ কালীন তৎপরতায় সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালে বিশেষ ইউনিট খোলা এবং চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। আগামী ৭ দিন পর্যবেক্ষণের পর সতর্কীকরণের কথা ভাববে সরকার। তবে এখুনি কোনও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে না শিশুদের স্কুলে।

Next Article