Bibhas Adhikari: সহজে পার পাচ্ছেন না ‘সৎ’ বিভাস, বয়ান রেকর্ড করতে তলব ED-র

সিজার মণ্ডল | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 01, 2023 | 11:41 AM

Bibhas Adhikari: চলতি সপ্তাহে ফের বিভাসকে তলব করেছে ইডি। নোটিস পাঠানো হবে বলে জানা গিয়েছে। তাঁর বয়ান রেকর্ড করার জন্য তাঁকে তলব করা হয়েছে বলে।

Bibhas Adhikari: সহজে পার পাচ্ছেন না সৎ বিভাস, বয়ান রেকর্ড করতে তলব ED-র
বিভাস অধিকারী (ফাইল ছবি)

Follow Us

কলকাতা : নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় ফের তলব বিভাস অধিকারীকে। তাপস মণ্ডলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে উঠে এসেছে তদন্তে। আর সেই সূত্রেই বিভাসের ওপর কড়া নজর রেখেছে কেন্দ্রীয় সংস্থা। নিয়োগ দুর্নীতিতে বিভাসের কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখতে ফের তাঁকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এর আগে মঙ্গলবার বিভাস অধিকারীকে তলব করা হলেও হাজিরা এড়ান তিনি। পরে ওইদিন দুপুরেই বিভাসের কলকাতার ফ্ল্যাটে হাজির হন ইডি আধিকারিকরা। যদিও বিভাসের দাবি, ইডি-কে ফ্ল্যাটের সিল খুলে দেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনিই। তাঁর ফ্ল্যাটে তল্লাশিও চালানো হয় দীর্ঘক্ষণ।

সূত্রের খবর, চলতি সপ্তাহে ফের বিভাসকে তলব করেছে ইডি। নোটিস পাঠানো হবে বলে জানা গিয়েছে। তাঁর বয়ান রেকর্ড করার জন্য তাঁকে তলব করা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু নথি পেয়েছেন তদন্তকারীরা। সেই নথি খতিয়ে দেখেই চলতি এই সপ্তাহেই পাঠানো হচ্ছে নোটিস।

তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ছাড়াও এই নিয়োগ দুর্নীতির তদন্তে একাধিক ব্যক্তিকে জেরা করার সময় উঠে এসেছে এই বিভাস অধিকারীর নাম। সে কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডির আধিকারিকরা।

বিভাস অধিকারী অবশ্য দাবি করেছেন, নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে তাঁর কোনও রকম সম্পর্ক নেই। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিভাস দাবি করেছেন, তাঁর আশ্রম বদনাম করার জন্যই এই ধরনের অভিযোগ আনা হচ্ছে।

নলহাটিতে বাড়ি বিভাসের। সেখানে আশ্রম রয়েছে তাঁর, রয়েছে বিএড কলেজও। এছাড়াও রয়েছে ওষুধ ফ্যাক্টরি। শোনা যায়, এক সময় তৃণমূল ব্লক সভাপতিও ছিলেন তিনি। যদিও বিভাসের দাবি, তিনি এই মুহূর্তে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন বলে জানা গিয়েছে।

Next Article